বিজেপি শাসিত মধ্যপ্রদেশে আয়োজিত হচ্ছে ‘গ্লোবাল ইনভেস্টার সামিট’। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে বহু তাবড় ব্যক্তিত্বদের সমাহার রয়েছে। আর সেখানেই ১৫ মিনিট দেরিতে এসে পৌঁছলেন আমন্ত্রিত অতিথি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন হল এই দেরি? নিজের মুখেই সেকথা জানালেন প্রধানমন্ত্রী।
কেন হল দেরি?
মধ্যপ্রদেশের গ্লোবাল ইনভেস্টার্স সামিটের উদ্বোধন হওয়ার কথা ছিল সকাল ১০ টায়। সকাল ১০ টাতেই মধ্যপ্রদেশের রাজভবন থেকে নরেন্দ্র মোদীর আসার কথা ছিল ভোপালের ওই অনুষ্ঠানস্থলে। তবে আসতে হল দেরি। অনুষ্ঠানে ১৫-২০ মিনিট দেরিতে পৌঁছে উপস্থিত সকলের কাছে ক্ষমাও চেয়ে নেন মোদী। নিজেই জানালেন তিনি কেন দেরি করে ফেলেছেন।
নিজের ভাষণ শুরুর সময়ই মোদী জানান, কেন অনুষ্ঠানে পৌঁছতে তাঁর দেরি হল। প্রধানমন্ত্রী বলেন, তিনি আজ রাজভবন থেকেই দেরিতে বেরিয়েছেন। মোদী বলেন, আমি জানতে পেরেছিলাম যে, আজ ভোপালে দশম আর দ্বাদশের বোর্ড পরীক্ষা রয়েছে। আর পরীক্ষার সময়ই মোদীর রাজভবন থেকে রওনা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী জানান, রাস্তায় ভিআইপি চলাচলের ফলে ট্রাফিকের সমস্যা হতে পারে, তার জেরে পরীক্ষার্থীরা বিপদে পড়তে পারেন ভেবে, নিজের সময়সূচি পরিবর্তন করে দেন মোদী। যাতে পরীক্ষার্থীরা নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছন, সেই দিকে তাকিয়েই মোদীর এই সিদ্ধান্ত বলে জানান প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সোমবার থেকে ভোপালের রাষ্ট্রীয় মানব সংগ্রহালয়ে চালু হয়েছে ‘গ্লোবাল ইনভেস্টার্স সামিট’। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ছিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর রাজভবন থেকে বেরিয়ে রওনা হওয়ার কথা ছিল সকাল ৯.৪৫ মিনিটে, আর অনুষ্ঠানস্থলে ১০ টায় পৌঁছানোর কথা ছিল। তবে প্রধানমন্ত্রী মোদী ১৫ মিনিট দেরি করেন। তিনি রাজভবন থেকে বেলা ১০ টায় বেরিয়ে ১০ টা ১৫ তে সেখানে পৌঁছন।
( New York-Delhi Flight in Rome:নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী বিমানের 'দিক' ঘুরিয়ে হঠাৎ অবতরণ রোমে! নজরে নিরাপত্তা, কী ঘটেছে?)
( Jamaat-e-Islami: নজরে আগামী ভোট! কাশ্মীরে নিষিদ্ধ জামাতের প্রাক্তনীদের একাংশ আনছে নয়া রাজনৈতিক দল, আবেদন ECকে)
এদিকে প্রধানমন্ত্রী মোদীর এই পদক্ষেপকে সাধুবাদ জানান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি বলেন, মোদী চিরকালই পরীক্ষার্থীদের প্রতি সংবদেনশীল। অন্যদিকে, মধ্যপ্রদেশ সফরে গিয়ে নরেন্দ্র মোদী রবিবার রাতে বিজেপি বিধায়ক ও সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করেন এক নৈশভোজে। এরপরদিন অর্থাৎ আজ সোমবার তিনি যোগ দেন গ্লোবাল সামিটে।