পরনে সাদা পোশাক। মাঝ রাত হলেই বিভিন্ন বাড়িতে গিয়ে বাজাচ্ছেন বেল অথবা দরজায় কড়া নাড়াচ্ছেন এক মহিলা। এমনকী, ষাঁড় ও অন্যান্য পশুরাও পালিয়ে যাচ্ছে মহিলাকে দেখে। সেই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে রীতিমতো উদ্বেগ তৈরি হয়েছে। কার্যত ভূতুড়ে আতঙ্ক তৈরি হয়েছে এলাকায়। রাত হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বাসিন্দারা।ঘটনাকে কেন্দ্র করে তৈরি হয়েছে রহস্য। কে ওই মহিলা? কী তাঁর উদ্দেশ্যে? কেন তিনি মাঝরাতে এই কাজ করছেন? তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুন: দশ বছর আগে খুন হয়েছিলেন স্বামী, কুলতলি রহস্যমৃত্যু প্রৌঢ়ার
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী, রহস্যময়ী এই মহিলার ঘরের দরজায় গিয়ে কলিং বেল বাজানোর দৃশ্য সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্থান টাইমস বাংলা) ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এখন স্থানীয়দের মধ্যে ওই মহিলাকে নিয়ে গুজব তৈরি হয়েছে। জানা যাচ্ছে, এমন ঘটনায় আতঙ্কে কার্যত ঘুম হারাম হয়ে গিয়েছে এলাকার বহু মানুষের। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি জানতে পেরেছে। তারপরেই রহস্য উন্মোচনে ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।