ভারতের মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা তাহাউর রানাকে নিয়ে বিমান উড়ল মার্কিন মুলুক থেকে।২৬/১১ মুম্বই হামলার মূল চক্রী তাহাউর রানা খুব শিগগিরই পৌঁছতে চলেছে ভারতের মাটিতে। তার ভারতে আসা রোখার যাবতীয় আইনি চেষ্টা মার্কিন মাটিতে ব্যর্থ হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবারেই ভারতে তাহাউরকে নিয়ে পৌঁছতে চলেছে মার্কিন মুুলুক থেকে রওনা হওয়া বিমান। ৬৪ বছরের তাহাউরের ঠাঁই সম্ভবত হতে চলেছে তিহার জেলে। এমনই দাবি সংবাদ সংস্থা পিটিআই-র।
এখনও পর্যন্ত সূত্রের যা খবর, তাতে দিল্লিতে নামতে পারে আমেরকা থেকে রওনা হওয়া বিমান। সেখানেই তাহাউরকে প্রত্যর্পণ করা হবে। তাকে দিল্লি থেকেই গ্রেফতার করে নেবেন ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। জানা যাচ্ছে, তাহাউরকে দেশে আনতে রুদ্ধশ্বাস উদ্যোগ নিয়েছিল ভারতের RAW এবং এনআইএ। তাদের যৌথ প্রচেষ্টাতে ২০০৮ সালে ২৬ নভেম্বর মুম্বইতে ভয়াবহ সন্ত্রাসী হামলার অন্যতম মূলচক্রীকে ভারত এবার বাগে পেতে চলেছে। সূত্রের দাবি, এই হাইপ্রোভাইল অভিযুক্তকে দিল্লিতে নামার সঙ্গে সঙ্গেই নিয়ে যাওয়া হতে পারে দিল্লির আদালতে। তবে মুম্বই পুলিশকে আনুষ্ঠানিকভাবে তাহাউরের আসার খবর জানানো হয়েছে কি না, তা নিয়ে বহু রিপোর্টে সংশয় প্রকাশ করা হয়েছে। তাহাউরের বিরুদ্ধে ভারত সরকারের বিরুদ্ধে যুদ্ধের অভিযোগ রয়েছে, অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, এছাড়াও খুন, প্রতারণা সহ ইউএপিএর ধারায় একাধিক অভিযোগ রয়েছে।
( Ketu to Enter in Leo: কেতু প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে! তুলা সহ বহু রাশিতে রকেট গতিতে উন্নতি আসন্ন)
( Mango leaves benefits:আমের পাতারও যে এত উপকার.. তা কি জানতেন? চুল থেকে ত্বকের যত্নে ছক্কা হাঁকায় একাই)
( Ketu to Enter in Leo: কেতু প্রবেশ করতে চলেছেন সিংহ রাশিতে! তুলা সহ বহু রাশিতে রকেট গতিতে উন্নতি আসন্ন)
পরিচিতির দিক থেকে তাহাউর কানাডার নাগরিক। সে পাকিস্তানি বংশোদভূত। তার বিরুদ্ধে মুম্বই হানায় ১৬৬ জনের প্রাণ কাড়ার অভিযোগ রয়েছে। ২০০৮ সালের হামলার প্রধান অভিযুক্ত পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির দাবি, রানা সন্ত্রাসী অভিযানের আগে লজিস্টিক এবং আর্থিক সহায়তা প্রদান করেছিলেন। হামলার আগে রানার ইমিগ্রেশন কনসালটেন্সির কর্মচারী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে হেডলি মুম্বাইয়ের একটি রেকি পরিচালনা করেছিল। মুম্বাই হামলার এক বছর পর ২০০৯ সালের অক্টোবরে শিকাগো থেকে রানাকে গ্রেফতার করে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। রানার সঙ্গে লস্কর ই তৈবার যোগ সূত্র পাওয়া যায়। রানাকে গ্রেফতারের পরই তাকে, আমেরিকার লস অ্যাঞ্জেলাসের মেট্রোপলিটন ডিটেনসন সেন্টারে রাখা হয়। এবার সেই তাহাউর রানাকে নিয়েই দিল্লিতে পৌঁছতে চলেছে মার্কিন মুলুক থেকে রওনা হওয়া বিমান। সূত্রের দাবি এমনই।