নীতীন গডকড়ি। কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বৃহস্পতিবার জানিয়েছেন,একাধিকবার তাঁকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য অফার দেওয়া হয়েছে। একাধিকবার তাঁর কাছে অফার এসেছিল। ইন্ডিয়া টুডের কনক্লেভে তিনি এনিয়ে মুখ খুলেছিলেন। মূলত যেটা বলা হয়েছিল যে তাঁর কাছে এই অফার এসেছিল সেটা নিয়ে বিস্তারিত জানানোর জন্য় ।
সেই প্রশ্নের উত্তরে নীতীন গডকড়ি বলেন, আমি একাধিকবার এই অফার পেয়েছিলাম। এমনকী লোকসভা ভোট ও তার পরবর্তী সময়ও আমাকে অফার দেওয়া হয়েছিল।
সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল গত জুন মাসে লোকসভা নির্বাচনের পরেও কি তাঁর কাছে এই ধরনের অফার এসেছিল?
সেই প্রশ্নের জবাব কিছুটা এড়িয়ে যান তিনি। নীতীন বলেন, ব্যাপারটা মিডিয়ার উপর ছেড়ে দিচ্ছি।
নীতীন গডকড়ি বলেন, আমার আদর্শের সঙ্গে আমি আপোস করতে পারি না। এই ধরনের অফার মেনে নেওয়ার কোনও যুক্তি নেই। প্রধানমন্ত্রী হওয়াটা আমার লক্ষ্য নয়। আমি আমার আদর্শকে সবসময় মেনে চলি। জানিয়েছেন নীতীন গডকড়ি।
সম্প্রতি তিনি বলেছিলেন, ‘গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা হল রাজা তার বিরুদ্ধে প্রকাশিত মতামতকেও সহ্য করতে পারে কিনা এবং তা নিয়ে আত্মদর্শন করতে পারে কিনা ।’ তিনি আরও বলেন, ‘ভারতে ভিন্ন মত থাকায় কোনও সমস্যা নেই। কিন্তু, এখানে মতামতের অভাব রয়েছে।’ একইসঙ্গে সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী বলেন, ‘আমরা ডানপন্থী নই, বামপন্থীও নই। আমরা শুধু সুবিধাবাদী।’ তিনি লেখক ও বুদ্ধিজীবীদের নির্ভয়ে মতামত প্রকাশ করার বার্তা দিয়েছেন।