ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে চেক প্রজাতন্ত্র থেকে প্রত্যর্পণ করে মার্কিন মুলুকে নিয়ে গিয়েছে নিউইয়র্ক পুলিশ। প্রথমবারের মতো তাঁকে আদালতে পেশ করা হলে নিজেকে 'নির্দোষ' হিসেবে দাবি করেন নিখিল। এরই মাঝে এবার জানা গেল, নিখিল গুপ্তা নাকি ভারতের কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার আবেদনই জানাননি আমেরিকায় পৌঁছে। এদিকে সংবাদসংস্থা রয়টার্সের রিপোর্টে দাবি করা হয়েছে, নিখিল গুপ্তার পরিবার এই আইনি লড়াইতে কেন্দ্রীয় সরাকরের সহায়তা চান। এই আবহে নিখিল গুপ্তাকে নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হয়েছিল। এর জবাবেই তিনি জানান, নিখিল ভারতের কনস্যুলার অ্যাক্সেসের দাবি জানাননি। তবে তিনি বলেন, 'আমরা নিখিলের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তাদের অনুরোধে কী করা যায় তা আমরা খতিয়ে দেখছি।' (আরও পড়ুন: ৪ দফার বকেয়া ডিএ মেটানোর দাবি কর্মীদের, অপরদিকে বেতন বাড়াতে কমিশন গঠন রাজ্যের)
আরও পড়ুন: নিজ্জরের দুঃখে সংসদে নীরবতা পালন, 'খলিস্তানপ্রীতি' নিয়ে কানাডাকে আয়না দেখাল ভারত
আরও পড়ুন: সরকারি কর্মীদের ৩০০ কোটি 'হাওয়া' করল সরকার, অবশেষে বেতন নিয়ে বড় সিদ্ধান্ত CM-এর
উল্লেখ্য, মার্কিন নাগরিক খলিস্তানি নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছক কষার অভিযোগে নিখিলকে গেফতার করা হয়েছিল চেক প্রজাতন্ত্রে। প্রায় একবছর পর চেক পুলিশ তাঁকে তুলে দিল মার্কিন বিচার বিভাগের কাছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার পরে নিখিলকে আদালতে পেশ করা হয়েছিল পান্নুন হত্যার চেষ্টার মামলায়। সেই মামলায় নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন নিখিল।
প্রসঙ্গত, খলিস্তানি জঙ্গি গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ছকের মামলায় অভিুক্ত নিখিল। গত ২০২৩ সাল থেকেই চেক জেলে বন্দি ছিলেন তিনি। এই নিখিলের বিরুদ্ধে আমেরিকায় মামলা করা হয়েছে। সেই মামলার পরিপ্রেক্ষিতেই আমেরিকা নিখিলকে তাদের দেশে নিয়ে গিয়ে বিচার সম্পন্ন করতে চেয়েছিল। তাঁর বিরুদ্ধে ‘খুনের জন্য বরাত দেওয়ার’ ধারায় মামলা দায়ের হয়েছে আমেরিকার আদালতে। ভারত সরকারের এক এজেন্সির আধিকারিকের নির্দেশেই নাকি নিখিল এই কাজ করেন।