
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কেরলের ওয়েনাড় জেলার একাধিক পাহাড়ি এলাকায় ধস নামল। ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে ধসের জেরে মৃত্যু হয়েছে এক বছরের শিশু-সহ ২৪ জনের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেইসঙ্গে কয়েকশো মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কাপ্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের খোঁজ মিলছে না। কেরলের বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যেখানে যেখানে ধস নেমেছে, সেখানে দমকল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) মোতায়েন করা হয়েছে। আরও একটি এনডিআরএফ টিমকে ওয়েনাড়ে পাঠানো হচ্ছে। উদ্ধারকাজে সহায়তা করার জন্য কান্নুর ডিফেন্স সিকিউরিটি কোরের দুটি টিমকেও ওয়েনাড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। উদ্ধারকাজে নামানো হচ্ছে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টারও। সব সরকারি এজেন্সিকে উদ্ধারকাজে সহায়তা করার নির্দেশ দিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। যদিও প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওয়েনাড়ের মেপ্পাদির কাছে একাধিক পাহাড়ি এলাকায় ধস নেমেছে। যে মেপ্পাদি ওয়েনাড়ের কালপেট্টা থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে অবস্থিত। কেরলের সংবাদমাধ্যম ওনমনোরমার প্রতিবেদন অনুযায়ী, প্রবল বৃষ্টির মধ্যে সোমবার (ইংরেজি মতে মঙ্গলবার) রাত ১ টা নাগাদ মুন্ডাক্কাই টাউনের কাছে প্রথম ধস নামে।
ওই প্রতিবেদন অনুযায়ী, ঘণ্টাতিনেক পরে দ্বিতীয় ধস নামে একটি স্কুলের কাছে। তার জেরে আশপাশের বাড়ি এবং দোকানের মধ্যে জল এবং কাদা ঢুকে যায়। ওই এলাকায় একটি ব্রিজও ভেঙে পড়েছে। তার জেরে কমপক্ষে ৪০০টি পরিবার আটকে পড়েছে। ব্যাহত হয়েছে উদ্ধারকাজও। একাধিক গাড়ি ভেসে গিয়েছে অনেকে আহত হয়েছেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
প্রাথমিকভাবে ওনমনোরমার প্রতিবেদনে জানানো হয়েছিল, ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১২-তে ঠেকেছে। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, প্রবল বৃষ্টির জেরে প্রাকৃতিক বিপর্যয় যে হতে পারে, সেজন্য আগেভাগেই সতর্কতা জারি করা হয়েছিল। সেইমতো প্রস্তুতি নেওয়া হয়েছিল। তার জেরে ক্ষতির মাত্রা তুলনামূলকভাবে কিছুটা কম হবে। অন্যদিকে, পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছিল, ওয়েনাড় জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে যে এক বছরের শিশু-সহ মোট পাঁচজনের মৃত্যু হয়েছে। যে স্থানীয় একটি গ্রামে থাকত।
১) 9656938689
২) 8086010833
একটি ফেসবুক পোস্টে কেরলের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধারকাজে সহায়তা করার জন্য সুলুর থেকে ওয়েনাড়ের উদ্দেশে রওনা দেবে ভারতীয় বায়ুসেনার দুটি হেলিকপ্টার। অন্যদিকে, স্থানীয় বিধায়ক টি সিদ্দিকি জানিয়েছেন যে মুন্ডাক্কাই থেকে যাতে মানুষকে এয়ারলিফট করা যায়, সেরকম পরিকল্পনাও করা হচ্ছে। তাঁর কথায়, 'ধসের জেরে কাদের খোঁজ মিলছে না, কার কার মৃত্যু হয়েছে, তা নিয়ে আপাতত আমাদের কাছে কোনও নির্দিষ্ট তথ্য নেই। অনেক এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।'
৳7,777 IPL 2025 Sports Bonus