রতন টাটার প্রয়াণ কেবলমাত্র একজন ধনী বা প্রখ্যাত শিল্পপতির প্রয়াণ নয়, তাঁর পরলোক গমনে অধিকাংশ ভারতীয় আত্মীয় বিয়োগের যন্ত্রণা অনুভব করছেন। তাঁরা অনেকেই নিজেদের মতো করে প্রয়াত রতন টাটার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করছেন।
এক্ষেত্রে অনন্য নজির গড়লেন এক ব্যক্তি। নিজের বুকের বাঁদিকে, একেবারে 'হৃদয়ের কাছে' রতন টাটার প্রতিকৃতির উল্কি বা ট্যাট্টু আঁকালেন তিনি!
শিল্পপতি রতন যে বিরাট এক মনের অধিকারী ছিলেন, তার নজির রয়েছে অসংখ্য। তাঁর প্রয়াণের পর লক্ষ লক্ষ মানুষ তাদের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে প্রয়াত এই কিংবদন্তীর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
ইনস্টাগ্রামে তেমনই একটি পোস্ট সকলের হৃদয় জিতে নিয়েছে। সেই পোস্টে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি তাঁর বুকের বাঁদিকের অংশের রতন টাটার মুখ আঁকাচ্ছেন একজন ট্যাট্টু শিল্পীকে দিয়ে।
কিন্তু, হঠাৎ এভাবে কেন রতন টাটার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন ওই ব্যক্তি? এই প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি যা জানিয়েছেন, তা যে কারও মন ছুঁয়ে যাবে। যে ঘটনা আবারও একবার প্রমাণ করে দিয়েছে, কীভাবে সমাজ ও মানুষের কল্যাণ সাধন করে রতন টাটা আজও আমজনতার হৃদয়ে রাজত্ব করে চলেছেন!
সোশাল মিডিয়ায় এই ভিডিয়োটি শেয়ার করেছেন সংশ্লিষ্ট ট্যাট্টু শিল্পী মহেশ চবন। সঙ্গে ক্যাপশনে তিনি লিখেছেন, 'ভারত এক কিংবদন্তীকে হারিয়ে ফেলল'!
যে ব্যক্তি এই ট্যাট্টু তাঁর বুকে আঁকিয়েছেন, তিনি জানিয়েছেন, তাঁর এক বন্ধু যখন ভয়ঙ্কর বিপদে পড়েছিলেন, তখন রতন টাটার সংস্থাই তাঁকে সাহায্য করেছিল।
ওই ব্যক্তি জানান, তাঁর ওই বন্ধু ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দামি ওষুধের বিল মেটানোর সাধ্য তাঁর ছিল না। বরং, তাতে তাঁর দিন গুজরান করা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল।
সেই কঠিন সময়ে তাঁরা টাটা ট্রাস্ট সম্পর্কে জানতে পারেন। পরবর্তীতে এই ট্রাস্টই ওই ব্যক্তির বন্ধুর চিকিৎসার অধিকাংশ খরচ বহন করে এবং তাঁর জন্য সেরা মানের চিকিৎসার ব্যবস্থাও করে।
ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁর বন্ধুর সঙ্গে ঘটে যাওয়া এই একটি ঘটনা তাঁর জীবন আমূল বদলে দিয়েছে। সেই সময় থেকেই তিনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে নিজের জীবনে অন্তত রতন টাটার আদর্শ মেনে চলবেন।
তাঁর বিশ্বাস, রতন টাটা হলেন 'বাস্তব জগতের ঈশ্বর'। তিনি সমাজ ও মানবজাতির প্রতি যে অবদান রেখেছেন, সেই অবদানের প্রতি শ্রদ্ধা জানাতেই ওই ব্যক্তি নিজের বুকের বাঁদিকে রতন টাটার উল্কি আঁকানোর সিদ্ধান্ত নেন।
সমাজমাধ্যমে ইতিমধ্যেই এই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। নেট ব্যবহারকারীরা গোটা ঘটনা জেনে আবেগে আপ্লুত হচ্ছেন এবং ওই ব্যক্তিকে এভাবে রতন টাটার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সাধুবাদ জানাচ্ছেন।