
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মুম্বই থেকে বেঙ্গালুরুতে সফর করছিলেন উজ্জ্বল ত্রিবেদী নামে এক ব্যক্তি। তিনি সদ্য এক ভিডিয়ো আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তিনি দাবি করেন, দেশের অভ্যন্তরে তাঁর সফরের টিকিটে বিমানবন্দরের আন্তর্জাতিক পরিষেবার টার্মিনালে যাওয়ার নির্দেশ রয়েছে। এরপর আন্তর্জাতিক টার্মিনালে তিনি যাওয়ার পর, তাঁকে বলা হয় যে তাঁর বিমান অভ্যন্তরীণ পরিষেবা বিষয়ক টার্মিনাল থেকে ছাড়বে। ব্যাপক ক্ষুব্ধ ওই ব্যক্তি, এই ঘটনার জন্য দোষারোপ করেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
টিকিটের নির্দেশিকা মতো, বুধবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হচ্ছিলেন উজ্জ্বল ত্রিবেদী। সেখানে তিনি টিকিটে লেখা নির্দেশ মেনে বেঙ্গালুরুর বিমান ধরতে পৌঁছে যান বিমানবন্দরের আন্তর্জাতিক পরিষেবা সংক্রান্ত ইন্টারন্যাশনাল টার্মিনালে। সেখানে তাঁকে বলা হয় যে তাঁর বিমান ছাড়বে অভ্যন্তরীণ পরিষেবা সংক্রান্ত ডোমেস্টিক টার্মিনাল থেকে। এরপর তাঁকে সেই ইন্টারন্যাশনাল টার্মিনাল থেকে ডোমেস্টিক টার্মিনালে যেতে হয়। সেই যাওয়ার রাস্তা খুব একটা সহজ ছিল না। ইন্টার কমিউনাল কোচের মাধ্যমে বিা খরচে তাঁকে অন্য টার্মিনালে যাওয়ার সুবিধার কথা প্রথমে জানানো হলেও, পরে জানানো হয়, তাঁকে বিশেষ ট্যাক্সি নিয়েই তবে যেতে হবে ডোমেস্টিক টার্মিনালে। এরপর তিনি ভিডিয়োয় আকাসা এয়ারলাইন্সের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। সেই বিমান পরিবহন সংস্থার আওতাতেই বিমানের টিকিট বুক করেছিলেন। সংস্থার অব্যবস্থা নিয়ে ক্ষোভ জাহির করেন উজ্জ্বল ত্রিবেদী। এরপরই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই ঘটনার জন্য দোষারোপ করেন। তিনি প্রশ্ন তোলেন যে,'দেশের প্রধানমন্ত্রী কি জানেন যে, সাধারণ মানুষ এই ছোট ছোট বিষয়ের জন্য লড়াই করছেন?' তাঁর প্রশ্ন এই অযথা হয়রানি, ছোটাছুটি যদি তাঁর জায়গায় কোনও বর্ষীয়ান ব্যক্তিকে করতে হত, তাহলে কী করতেন তিনি? (ভারতের এই দ্বীপপুঞ্জের আকাশে রহস্যময় উড়ন্ত বস্তু! উঠছে নানান চাঞ্চল্যকর তথ্য)
এরপরই সেই টিকিটের স্ক্রিনশট নিয়ে তা তিনি ভিডিয়োয় তুলে ধরেন। তিনি প্রশ্ন তোলেন এই বিষয়গুলি নিয়ে কে কথা বলবেন? সাধারণ মানুষের যে এত অসুবিধা হচ্ছে, তা কে তুলে ধরবেন? তিনি বলছেন, 'আমাদের দেশের প্রধানমন্ত্রী ছোট ছোট বিষয়ে ক্রেডিট নিতে চলে আসেন যখন, তখন তাঁকে এটাও বুঝে নিতে হবে যে, সাধারণ মানুষ যাঁরা করদাতা, তাঁদের কীভাবে নাচানো আর দৌড় করানো হয়?' তিনি এই প্রসঙ্গে জি-২০ নিয়েও কথা বলেন। এদিকে, তাঁর ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আসতেই তা নিয়ে শুরু হয়ে যায় তোলপাড়। তারপরই তাঁকে কটাক্ষ করে বহু নেটিজেন পাল্টা বার্তাও দেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup
6.88% Weekly Cashback on 2025 IPL Sports