ভূমিধসের জেরে ফাটল দেখা দিয়েছে জোশীমঠের ৮৫০-র বেশি বাড়িতে। এর জেরে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে শ'য়ে শ'য়ে পরিবার। সেই সব পরিবারের জন্যই ত্রাণ নিয়ে আসছিলেন কেরলের এক ফাদার। তবে গভীর খাদে পড়ে আকাল মৃত্যু ঘটল তাঁর। জানা গিয়েছে, মৃতের নাম মেলভিন আব্রাহাম পল্লিথাঝাথু। কেরলের কোঝিকোড় জেলার চাক্কিট্টাপাড়ার বাসিন্দা ছিলেন তিনি। দুর্ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার। মৃত্যুকালে ফাদার মেলভিনের বয়স মাত্র ৩৭ বছর ছিল। (আরও পড়ুন: 'সীতার সঙ্গে বসে মদ খেতেন, আদর্শ হতে পারেন না রাম', বিতর্কিত মন্তব্য লেখকের)
জানা গিয়েছে, গত ১৯ জানুয়ারি কোটদ্বার থেকে একা গাড়ি চালিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে জোশীমঠের উদ্দেশে রওনা দিয়েছিলেন ফাদার মেলভিন। ভূমিধস কবলিত ২০-২৫টি পরিবারের জন্য প্রয়োজনীয় খাবার ও প্রয়োজনীয় কিছু জিনিস নিয়ে যাচ্ছিলেন তিনি। যাত্রা শুরুর আগে একটি ভিডিয়ো করেছিলেন ফাদার মেলভিন। সেখান থেকেই এই তথ্য মেলে। এদিকে তাঁর সেই রেকর্ডিং থেকে জানা যায় যে দুর্ঘটনার দিন কুয়াশা ছিল না রাস্তায়। আবহাওয়া ভালো থাকায় দৃশ্যমানতা ভালোই ছিল। তবে বরফে ঢাকা রাস্তায় ফাদার মেলভিনের গাড়ির চাকা হড়কে গিয়েই এই বিপত্তি বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, জোশীমঠের কাছে এসেই দুর্ঘটনাক কবলে পড়েছিলেন তিনি। রাস্তা থেকে পিছলে ৫০০ মিটার গভীর খাদে পড়ে যায় তাঁর গাড়ি। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। শুরু হয় উদ্ধারকাজ। পরে বৃহস্পতিবার রাতে ফাদার মেলভিনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানা যায়।
এদিকে গাড়িতে ফাদার মেলভিনের পাশাপাশি আরও একজন ধর্ম প্রচারক এবং অপর এক পরিচিত ব্যক্তি ছিলেন বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, বরফের রাস্তায় তাঁর গাড়ির চাকা প্রথমে আটকে গিয়েছিল। তখন তাঁর দুই সহযাত্রীকে গাড়ি থেকে নেমে তাঁকে দিকনির্দেশনা দেওয়ার জন্য বলেন ফাদার মেলভিন। সেই সময় গাড়িটিকে বরফ থেকে বের করতে গিয়ে নিজেই খাদের দিকে চালিয়ে দেন গাড়িটি। এদিকে ঘটনার আগে ফাদার মেলভিনের রেকর্ড করা ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, 'আমি সকাল ১০টা নাগাদ আমার যাত্রা শুরু করি। গাড়িতে ত্রাণ ভরতি করে আমি পাহাড়ে চড়ছি। আজকের সকাল রৌদ্রজ্জ্বল। কোনও কুয়াশা নেই। সবকিছু ভালো আছে।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক