বাংলা নিউজ > ঘরে বাইরে > Maharashtra: ক্ষমতা হারিয়েছিলেন উদ্ধব ঠাকরে, রাজ্যপালের ভূমিকায় সুপ্রিম প্রশ্ন
পরবর্তী খবর
Maharashtra: ক্ষমতা হারিয়েছিলেন উদ্ধব ঠাকরে, রাজ্যপালের ভূমিকায় সুপ্রিম প্রশ্ন
1 মিনিটে পড়ুন Updated: 15 Mar 2023, 11:52 PM ISTSatyen Pal
সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য়পালের এমন ব্যাপারে প্রবেশ করা উচিত নয় যেখানে একটি নির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসে। ধরা যাক কোনও দলের এমএলএদের একাংশ মনে করেন যে তাদের নেতা দলের আদর্শ মেনে চলছেন না, তবে দলের অভ্যন্তরেই ভোট হতে পারে
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা থেকে (PTI Photo/Kunal Patil)
মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরেকে সরিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা থেকে। এবার সেই ঘটনায় মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগত সিং কোশারির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। তিনি সেই সময় ফ্লোর টেস্টের ডাক দিয়েছিলেন। আর সেই পরীক্ষায় পাশ করতে পারেনি তৎকালীন উদ্ধব ঠাকরে সরকার। তারপরই ক্ষমতা হারান উদ্ধব ঠাকরে। এবার সেই ঘটনায় রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এমআর শাহ, কৃষ্ণ মুরারি, হিমা কোহলি ও পিএস নরসিংহ প্রশ্ন তোলেন রাজ্যপাল কি আস্থা ভোটের কথা জানিয়েছিলেন? কারণ শাসকদলের একাধিক এমএলএ সেই সময় জানিয়েছিলেন তাঁদের নেতা দলের আদর্শ মেনে চলছেন না।
এদিকে সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা অত্যন্ত উদ্বিগ্ন। রাজ্য়পালের এমন ব্যাপারে প্রবেশ করা উচিত নয় যেখানে একটি নির্দিষ্ট ফলাফল বেরিয়ে আসে। ধরা যাক কোনও দলের এমএলএদের একাংশ মনে করেন যে তাদের নেতা দলের আদর্শ মেনে চলছেন না, তবে দলের অভ্যন্তরেই ভোট হতে পারে। কিন্তু তার ভিত্তিতে কি রাজ্যপাল বিধায়কদের ফ্লোর টেস্টে বসার জন্য় আহ্বান করতে পারেন? প্রশ্ন তুলেছেন খোদ প্রধান বিচারপতি।