অনেকের কাছে আইফোন হল বিলাসিতা। আবার অনেকের কাছে আইফোন কেনাটাই স্বপ্নের মতো। ঠিক একইভাবে জন্মদিনের কেক কাটাও অনেকের কাছে স্বপ্নের মতো। সাধারণত ছুরি দিয়ে কাটা হয় জন্মদিনের কেক। তবে ছুরির বদলে একেবারে ভিন্ন স্টাইলে জন্মদিনের কেক কাটলেন মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। কেক কাটার জন্য তিনি ছুরির জায়গায় ব্যবহার করলেন দামি আইফোন। তাঁর এই কেক কাটার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: শক্তিবৃদ্ধি হতে চলেছে মোদী সরকারের, শিন্ডের চালে ৬ জন MP বাড়বে NDA-র: রিপোর্ট
জানা যাচ্ছে, উপ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের জন্মদিন ছিল ৯ ফেব্রুয়ারি। তাঁর ৬০ তম জন্মদিন উপলক্ষে থানেতে তাঁর সমর্থকরা একটি বিশাল বড় আকারের বড় কেক নিয়ে এসেছিলেন। ভিডিয়োতে দেখা গিয়েছে, কেকের দুধারে ছিল দুটি মুকুট। তাতে রয়েছে একনাথ শিন্ডের ছবি। আর কেক সামনে আসতেই হাতে থাকা আইফোন দিয়ে কেকটি কেটে ফেলেন তিনি। ঘটনাস্থলে উপস্থিত দলীয় কর্মী এবং অন্যান্য ব্যক্তিরা জন্মদিনের জানান। একনাথ শিন্ডে কেকটি কয়েক টুকরো করে কাটার পর তাঁর পাশে দাঁড়িয়ে থাকা দলের এক কর্মীর হাতে মোবাইল ফোনটি তুলে দেন। সংবাদ মাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে, ফোনটি একনাথের নিজের ছিল না, এটি কোনও কর্মীর ছিল।