কাশ্মীরের পহেলগাঁওতে নির্বিচারে গুলি চালিয়ে খুন করা হয়েছে পর্যটকদের। এবার সর্বদলীয় মিটিং। সেই মিটিংয়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
পহেলগাঁও হামলা নিয়ে কেন্দ্রের ডাকা সর্বদলীয় বৈঠকে যোগ দেওয়ার পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার বলেন, বিরোধীরা সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে।
সকলেই পহেলগাঁওয়ে হামলার নিন্দা করেছেন। বিরোধীরা যে কোনও ব্যবস্থা নেওয়ার জন্য সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছে' বৈঠকের পরে রাহুল সংবাদমাধ্যমকে বলেন।
কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, সব দলই এই কাপুরুষোচিত হামলার নিন্দা করেছে এবং জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত।
সব পক্ষই এই হামলার নিন্দা জানিয়েছে। আমরা বলেছি, জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় রাখার চেষ্টা করা উচিত।
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে এই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, জেপি নাড্ডা এবং কিরেন রিজিজু।