
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মধ্যপ্রদেশে দলের ফলে পর আর প্রবীণ কংগ্রেস নেতা কমলনাথকে রাজ্যের দায়িত্বে রাখতে চাইছে না হাইকমান্ড। যদিও হাইকমান্ডের পক্ষ থেকে সরাসরি কোনও বার্তা পাঠানো হয়নি। তবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে সেরকমই ইঙ্গিত দিয়েছেন।
মধ্যপ্রদেশে দলের খারাপ ফলের জন্য হতাশা প্রকাশ করেছেন কংগ্রেস সভাপতি। তিনি ঘনিষ্ঠজনের কাছে বলেছেন, রাজ্যের বড় অংশের নেতা তাঁকে জানিয়েছেন, এই খারাপ ফলের পর যেকোনও সচেতন লোকের দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত।
কমলনাথের মধ্যপ্রদেশের সভাপতির পদ ছেড়ে দেওয়ার জল্পনার মধ্যেই দিল্লিতে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন খাড়্গে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক কংগ্রেস নেতা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, প্রবীণ কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে বলেন, তিনি কমল নাথকে জানিয়েছিলেন, দলের অনেকেই চাইছেন তাঁর আর দায়িত্বে থাকা উচিত নয়। তবে তিনি নিজে থেকে পদত্যাগ করেন কি না সেদিকে তাকিয়ে তাকিয়ে রয়েছে দল। তবে হাইকমান্ড স্পষ্ট করে দিয়েছে তাঁকে সরে যেতে হবে।
(পড়ুন। মিস ‘শুভ মুহূর্ত’, তেলাঙ্গানার দ্বিতীয় CM হিসেবে শপথ রেবন্তের, কেঁপে উঠল মঞ্চ)
মধ্যপ্রদেশে সরকার গঠনের ব্যাপারে একরকম নিশ্চিত ছিল দলের শীর্ষ নেতৃত্ব। তবে ফলপ্রকাশের পর দেখা যায় ২৩০টি আসনের মধ্যে মাত্র ৬৬টি আসন পেয়েছে কংগ্রেস। এক দশকের মধ্যে রাজ্যে দলের সবচেয়ে খারাপ পারফর্মেন্স। ১৬৩ টি আসন জিতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হয়েছে।
(পডুন। ‘ইন্ডিয়া’ জোটের আগামী বৈঠকে নির্বাচনী ইস্তেহার নিয়ে সিদ্ধান্ত, থাকবেন মমতা)
দলের এক প্রবীণ নেতা জানিয়েছেন, কমল নাথকে দলের নেতাদের কাছে ব্যাখ্যা করতে হবে এই পরাজয়ের কারণ কী। ওই নেতার কথায়, ‘কংগ্রেস মহিলা ও পড়ুয়াদের জন্য বিনামূল্য শিক্ষার মতো একাধিক প্রকল্প ঘোষণা করেছে। কিন্তু সেগুলি মানুষের কাছে নিয়ে যাওয়া যায়নি। পরিবর্তে মনে হয়েছে কমল নাথ, দিগ্বীজয় সিং একটি নেগেটিভ প্রচার মানুষের কাছে নিয়ে যাচ্ছিলেন।’
দলের অন্য এক প্রবীণ নেতা বলেন, মধ্যপ্রদেশে এই হারের জন্য কংগ্রেসকে জবাবদিহি করতে হবে। তেলেঙ্গানার মতো রাজ্য তরুণ নেতৃত্বকে দিয়ে প্রচার করিয়ে সাফল্য মিলেছে। কিন্তু মধ্যপ্রদেশে ভরসা করা হয়েছে প্রবীণ নেতৃত্বকে।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports