বাংলাদেশে ইতিমধ্যেই ইসকনকে নিষিদ্ধ করার আবেদন জানিয়ে মামলা দায়ের করা হয়েছে ঢাকা হাই কোর্টে। সেই আবেদন গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ সরকারের তরফ থেকে অ্যাটর্নি জেনারেল মহম্মদ আসাদুজ্জামানও জানিয়েছেন, তারা বর্তানে ইকনকে একটি কট্টরপন্থী ধর্মীয় সংগঠন হিসেবে বিবেচনা করছে। এই আবহে এবার বাংলাদেশে ইসকনের একটি অফিস জোর করে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। বাংলাদেশের ঢাকা ডিভিশনের মাদারিহাট জেলার শিবচর উপজেলায় ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, শিবচরের টিএনটি মোড় এলাকায় অবস্থিত ইসকন অফিসটিকে বলপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অফিসের সামনে থেকে ইসকন প্রতিষ্ঠাতা স্বামী প্রভুপাদের ছবি সহ বোর্ডটি নামিয়ে দেওয়া হয়। সেখানে থাকা ভক্তদের নাকি সেনার গাড়িতে করে সেখান থেকে অন্যত্র নিয়ে যাওয়া হয়। (আরও পড়ুন: চিন্ময় প্রভুর গ্রেফতারি ইস্যুতে মোদীকে চিঠি ৬৮ জন প্রাক্তন বিচারপতি, IAS-IPSদের)