'অপারেশন সিঁদুর নিয়ে অসৎভাবে ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।' এভাবেই কংগ্রেস এবং রাহুল গান্ধীকে তোপ দেগেছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। পহেলগাঁও হামলার জবাবে ৭ মে (ইংরেজি মতে) পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর চালায় ভারত। ওই অপারেশন শুরুর ৩০ মিনিটের মধ্যে নয়টি জঙ্গিঘাঁটিতে হামলার কথা পাকিস্তানকে জানিয়েছিল ভারত। সোমবার বিদেশমন্ত্রকের কনসালটিভ কমিটির বৈঠকে জানিয়েছেন বিদেশমন্ত্রী। সেইসঙ্গে পাকিস্তানের জঙ্গি-যোগ নিয়ে আবার সরব হন তিনি।
আরও পড়ুন-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি? রাজধানী দিল্লিতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান
সূত্রের খবর বিদেশ মন্ত্রক বিষয়ক সংসদীয় উপদেষ্টা কমিটির বৈঠকে জয়শংকর বলেন, 'অপারেশন সিঁদুর শুরু হওয়ার আধ ঘণ্টার মধ্যে পাকিস্তানকে জানানো হয়েছিল যে কেবল সন্ত্রাসবাদীদের আস্তানাগুলিকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।' এছাড়া পাকিস্তানিই যে সংঘর্ষবিরতির অনুরোধ করেছিল, এদিন ফের সে কথা স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী।
তিনি বলেন, 'ইসলামাবাদের উদ্যোগেই ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে সরাসরি কথা হয়। এরপরই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল।' প্যানেলের সদস্যরা কেবল জম্মু ও কাশ্মীর নয়, পঞ্জাবে সন্ত্রাসবাদী হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্রের খবর, সংঘর্ষ-বিরতি চুক্তি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি কতটা যুক্তিযুক্ত, প্রশ্ন তোলেন বিরোধীরা। জয়শংকর কমিটির সদস্যদের জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের উপর কোনও ভূমিকা নেই ভারতের। এই মুহূর্তে বিদেশে ভারতের যে সব সংসদীয় প্রতিনিধি দলগুলি গিয়েছে, তাদের কাছে সিন্ধু জল চুক্তি বাতিল প্রসঙ্গে কী তথ্য রয়েছে, এমন একগুচ্ছ প্রশ্নের মুখোমুখি হতে হয় বিদেশমন্ত্রীকে। বিদেশমন্ত্রী অপারেশন সিঁদুরের খুঁটিনাটি বিষয়ে এবং দেশের বর্তমান অবস্থান সম্পর্কে অবহিত করেছেন কমিটির সদস্যদের।
বৈঠক চলাকালীন একজন বিজেপি সাংসদ বলেন যে, কংগ্রেসকে কেন বিদেশমন্ত্রীর ব্যাখ্যা দিতে হবে? তারা কখনও জাতীয় নিরাপত্তাকে রাজনীতির ঊর্ধ্বে রাখায় বিশ্বাসী নয়। এরপরেই বিরোধী দলের সদস্যরা দাবি করেন, বিজেপি নেতারাও এই বিষয়ে উল্টোপাল্টা কথা বলেছেন। তখন বিজেপি সাংসদ বলেন, 'আমরা ব্যবস্থা নিয়েছি এবং যারা এমন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।কিন্তু শীর্ষ নেতাদের বিরুদ্ধে কংগ্রেস কী ব্যবস্থা নিয়েছে।'
আরও পড়ুন-পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি? রাজধানী দিল্লিতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান
উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের তরফে দাবি করা হয় যে বিদেশমন্ত্রী বলেছেন 'অপারেশন সিঁদুর চালানোর আগে পাকিস্তানকে জানানো হয়েছিল। কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কেন্দ্রের ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন,‘অভিযানের আগে পাকিস্তানকে জানিয়ে দেওয়াটা অপরাধ। ভারত সরকার যে এটা করেছে, তা বিদেশমন্ত্রী খোদ স্বীকার করেছেন। ১) এটায় কে অনুমোদন দিল? ২) এর ফলে ক’টি যুদ্ধবিমান হারাল বায়ুসেনা?' যদিও সেই দাবি আগেই খারিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার।