কয়েক সপ্তাহ আগেই নিজের ডিএনএ টেস্ট করিয়েছিলেন। আর তাতে দেখা গিয়েছে যে তাঁর ভারতীয় ডিএনএ আছে। এমনই দাবি করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রাবোও সুবিয়ান্তো। প্রজাতন্ত্র দিবসের আবহে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আয়োজিত ভোজসভায় সুবিয়ান্তো বলেন, ‘কয়েক সপ্তাহ আগে জেনেটিক সিকোয়েন্সিং টেস্ট এবং ডিএনএ করিয়েছিলাম আমি। আর সেটার রিপোর্টে বলা হয়েছে যে আমার ভারতীয় ডিএনএ আছে। প্রত্যেকেই জানেন যে আমি যখনই ভারতীয় গান শুনি, তখনই নাচতে শুরু করে দিই।’
যে ভোজসভা থেকে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সেই মন্তব্য করেছেন, তা ঠিক প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে হয়েছে। এবার প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের প্রধান অতিথি ছিলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। আর প্রজাতন্ত্র দিবসের আগেরদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, সামরিক বাহিনীর কর্তা, প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে মুর্মুর আয়োজিত ভোজসভায় ভারত এবং ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সংযোগের কথা তুলে ধরেন সুবিয়ান্তো।
ইন্দোনেশিয়ার অনেক ‘ভাষা ও নামের উৎস সংস্কৃত’
ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি বলেন, 'একসঙ্গে ভারত এবং ইন্দোনেশিয়ার সুদীর্ঘ এবং প্রাচীন ইতিহাস আছে। আমাদের দু'দেশের সভ্যতার মধ্যেও যোগসূত্র রয়েছে। এমনকী এখনও আমাদের ভাষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশের উৎস হল সংস্কৃত। ইন্দোনেশিয়ায় যে নাম দেওয়া হয়, আর একটা বড় ভিত অন্তর্নিহিত আছে সংস্কৃত নামের মধ্যে। আমাদের দৈনন্দিন জীবনে প্রাচীন ভারতীয় সভ্যতার প্রভাব অত্যন্ত বেশি।'
সমুদ্রপথে সুরক্ষা ক্ষেত্রে সমন্বয় বাড়াতে রাজি ২ দেশই
সেই সাংস্কৃতিক এবং ঐতিহাসিক যোগের পাশাপাশি ভারত এবং ইন্দোনেশিার মধ্যে একগুচ্ছ বিষয় নিয়ে কথা হয়েছে। সমুদ্রপথে সুরক্ষা সংক্রান্ত সমন্বয় বৃদ্ধির বিষয়ে একমত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। দু'দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, মালাক্কা প্রণালী ও সিঙ্গাপুরের প্রণালী দিয়ে যাতে সুরক্ষিতভাবে যাতায়াত করা যায়, সেজন্য আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে তাঁরা একমত হয়েছেন। তার ফলে ওই অঞ্চলের আর্থিক বৃদ্ধির পথ প্রশস্ত হবে।
প্রতিরক্ষা ক্ষেত্রের ভারতের ‘আত্মনির্ভরতা’-য় মুগ্ধ সুবিয়ান্তো
তারইমধ্যে প্রতিরক্ষার সরঞ্জাম তৈরির ক্ষেত্রে ভারত যে দক্ষতা দেখিয়েছে, সেটার প্রশংসা করেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি। দু'দেশের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের সঙ্গে সমন্বয় আরও বাড়ানোর ক্ষেত্রে আগ্রহ প্রকাশ করেছেন সুবিয়ান্তো। আর ভারতও আশ্বাস দিয়েছে যে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা ভাণ্ডারকে আধুনিক করে তুলতে সাহায্য় করবে। নিজেদের দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে ইন্দোনেশিয়াকে সহায়তা করবে ভারত।