
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
হাতে স্রেফ কয়েক ঘণ্টা পড়ে আছে। সেইসময়ের মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে। নাহলে আগামিকাল (১ জুলাই) থেকে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে (পরবর্তীতে অবশ্য সক্রিয় করা যাবে)। করতে পারবেন না একাধিক কাজ। উচ্চহারে ‘ট্যাক্স ডিডাকটেড অ্যাট সোর্স’ (টিডিএস) এবং ‘ট্যাক্স কালেকশন অ্যাট সোর্স’ (টিসিএস) গুনতে হবে। মিলবে না রিফান্ড। সেই পরিস্থিতিতে দ্রুত প্যান কার্ড এবং আধার কার্ডের সংযুক্তিকরণের পরামর্শ দেওয়া হয়েছে। যে কাজটা আয়কর দফতর বা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইট থেকে একেবারেই সহজে করা যাবে।
আরও পড়ুন: Time-of-Day tariff: দিনে বিদ্যুতের মিটার কম আর রাতে বেশি! নয়া নিয়মে আপনার লাভ না ক্ষতি
১) আয়কর দফতর বা ইনকাম ট্যাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে () যেতে হবে।
২) হোমপেজের বাঁ-দিকে 'Quick Links' দেখতে পাবেন। সেই স্তম্ভের মধ্যে তিন নম্বরে 'Link Aadhaar' আছে। তাতে ক্লিক করতে হবে উপভোক্তাদের।
৩) প্রাথমিকভাবে একেবারে উপরে 'Link Aadhaar' দেখা যাবে। ৩) একটি পেজ খুলে যাবে। সেখানে একগুচ্ছ তথ্য দেওয়া আছে। নীচের দিকে এলেই দুটি শূন্যস্থান চোখে পড়বে 'PAN' (প্যান নম্বর) এবং 'Aadhaar Number' (আধার কার্ডের নম্বর)। প্যান কার্ড এবং আধার কার্ড নম্বর লিখে ‘Validate’-তে ক্লিক করে এগিয়ে যেতে হবে।
৪) নয়া একটি পেজ খুলে যাবে। ওই পেজের নির্দিষ্ট জায়গায় 'PAN', 'Confirm PAN' এবং মোবাইল নম্বর (আধার কার্ডের নথিভুক্ত মোবাইল নম্বর অর্থাৎ আধারের সঙ্গে লিঙ্ক করানো মোবাইব নম্বর) দিতে হবে। সেই তথ্য প্রদানের OTP-র অপশনে ক্লিক করতে হবে উপভোক্তাদের। আধারের সঙ্গে লিঙ্ক করান মোবাইল নম্বরে OTP আসবে। ওই OTP দিতে হবে।
৫) এবার টাকা দিতে হবে। সেজন্য একগুচ্ছ নির্দেশিকা আছে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ‘Major Head 0021 [Income Tax (Other than Companies)]’ অপশন সিলেক্ট করতে হবে। তারপর ক্লিক করতে হবে ‘Continue to Pay Through E-Pay Tax’-তে।
৬) শেষে ১,০০০ টাকা দিতে হবে। সেই ১,০০০ টাকা দেওয়ার পর আধার কার্ড এবং প্যান কার্ডের লিঙ্কের কাজ সম্পূর্ণ হয়ে যাবে।
১) অনাবাসী ভারতীয় (NRI)।
২) ভারতের নাগরিক নন।
৩) ৮০-র ঊর্ধ্বে ভারতীয় নাগরিকরা (আজকের হিসেবে বয়স)।
৪) অসম, মেঘালয় এবং জম্মু ও কাশ্মীরের বাসিন্দা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports