Govt on Edible oil Stocking: ভোজ্য তেল মজুতের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠল, কীভাবে প্রভাবিত হবেন আম জনতা?
Updated: 02 Nov 2022, 11:11 AM IST Abhijit Chowdhury 02 Nov 2022 edible oil, edible oil stocking, oil seeds, তৈলবীজ, ভোজ্য তেল, ভোজ্য তেল মজুতসাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পতন ... more
সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে উল্লেখযোগ্য পতন হয়েছে ভোজ্য তেলের দামের। এই আবহে এবার তৈলবীজ এবং ভোজ্য তেল মজুত করে রাখার সীমার ক্ষেত্রে ছাড় দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে পাইকারী বিক্রেতা এবং খুচরা বিক্রেতাদের বড় চেইনগুলি আরও বেশি পরিমাণ ভোজ্য তেল বা তৈলবীজ মজুত রাখতে পারবে এবার। তবে খুচরো দোকানগুলি তেজ মজুতের ক্ষেত্রে ছাড় পাবে না।
পরবর্তী ফটো গ্যালারি