প্রায় ২০ বছরের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছে মার্কিন ডলার। তার জেরে বিশ্ব বাজারে ন'মাসে সবথেকে সস্তা হয়ে গেল সোনা। অর্থাৎ গত সেপ্টেম্বরের পর সবথেকে কমে গিয়েছে সোনার দাম (এক আউন্সের দাম ১,৭২২.৩৬ ডলার)। আপাতত এক আউন্স স্পট গোল্ডের দাম ১,৭৩৪.৯৭ ডলারে ঠেকেছে। তারইমধ্যে রুপোর দাম ০.৩ শতাংশ বেড়ে ১৯.১৪ ডলারে ঠেকেছে।
মঙ্গলবার (১২ জুলাই, ২০২২) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম কত টাকা পড়ছে (জিএসটি ছাড়া)?
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৪৫০ টাকা।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ গ্রাম) – ৪৮,৮০০ টাকা।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,৫৫০ টাকা।
• এক কিলোগ্রাম রুপোর বাট - ৫৭,২০০ টাকা।
• এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৭,৩০০ টাকা।
(ভারত এবং কলকাতায় সোনা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখানে)
ভারতে সোনা এবং রুপোর দাম
মঙ্গলবার ভারতীয় বাজারে সামান্য বেড়েছে সোনার দাম। এমসিএক্স সূচকে ১০ গ্রাম গোল্ড ফিউচার্সের দাম ৬১ টাকা বা ০.১২ শতাংশ বেড়ে ৫০,৭০৫ টাকায় ঠেকেছে। তবে সস্তা হয়েছে রুপো। এক কিলোগ্রাম রুপোর দাম ০.৭৮ শতাশ বা ৪৪২ টাকা কমে ৫৬,৪৮৩ টাকায় নেমে গিয়েছে।