বেশ রোম্য়ান্টিক পরিকল্পনা ছিল চিনের এক যুবকের। কিন্তু সেটা যে এমন বিগড়ে যাবে সেটা কি আর কেউ জানত! একটা কেকের মধ্য়ে লুকিয়ে রাখা ছিল আংটি। আর সেই আংটিই কামড়ে ফেলেন ওই যুবকের বান্ধবী। সোশ্য়াল মিডিয়ায় লিউ নামে এক নেটিজেন গোটা বিষয়টি শেয়ার করেছেন। তিনি পোস্টে লিখেছেন, সমস্ত পুরুষদের বলছি, খবরদার খাবারের মধ্যে আংটি লুকিয়ে রাখবেন না।
কী হয়েছিল ঘটনাটি?
ওই পোস্টে উল্লেখ করা হয়েছে, সন্ধ্যাবেলা বেশ ক্ষুধার্ত হয়েই ওই বান্ধবী এসেছিলেন । এরপর তাঁর বয়ফ্রেন্ড যে কেক তৈরি করেছিলেন সেটাতে তিনি কামড় দেন। ওই তরুণী জানিয়েছেন, কেকের উপর মাংসের একটা পুরু আস্তরণ ছিল। আমি কামড়াচ্ছিলাম। এমন সময় কিছু একটা শক্ত মতো মুখে ঠেকে। তারপর বুঝতে পারি কিছু একটা কামড়ে ফেলেছি আমি। এরপরই আমি থুতু ফেলি। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো একটা বাজে ধরনের কেক, বেকারিতে অভিযোগ জানাতে হবে।এদিকে গোটা বিষয়টি বুঝতে পেরে ওই বয়ফ্রেন্ড জানায়, এটা মনে হচ্ছে রিং। আমি তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা কেকের মধ্য়ে রেখেছিলাম। এদিকে ওই তরুণী ভাবছিলেন হয়তো তার বয়ফ্রেন্ড মজা করছেন। পরে তিনি বুঝতে পারেন যে এটা একটা সোনার আংটি। তিনি একেবারে কামড়ে চিবিয়ে ফেলেছেন। এরপর বয়ফ্রেন্ড কিছুটা হতচকিত হয়ে যান। তিনি জিজ্ঞাসা করেন, এবার তাহলে আমি কী করব? এবার কি হাঁটু মুড়ে বসব? এরপর হেসে ফেলেন বান্ধবী। তিনি বলেন করতেই পারো। আর সেই ভালোবাসার প্রস্তাব মেনে নিলেন বান্ধবী।
আসলে সবাই তো সেই জনপ্রিয় গানের ননীর মতো হয় না। যে কপাল চাপড়াবে আর ছিঃ ছিঃ করে গান গাইবে প্রেমিক।
লিউ জানিয়েছেন, এই স্মৃতি কোনওদিন ভুলব না। তবে এই ভাবে প্রেমের প্রস্তাব দেওয়ার ঘটনার অনেক ঝুঁকি থেকে যায়। আমার মনে হয় এই ধরনের ঘটনা থেকে শিক্ষা পাবেন অন্যরা। এই ধরনের ঘটনা একদম করবেন না।
এদিকে লিউয়ের এই পোস্টের পরে নানা জনে নানা মতামত দিচ্ছেন। একজন লিখেছেন, প্রেমিকার কামড় অনেকটা পূর্ণবয়স্ক চিতার মতো। অপর একজন ওই দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন। একজন লিখেছেন, হবু বউয়ের দাঁতের জোরকে অনেক অভিনন্দন।
অপর একজন লিখেছেন, ভালোবাসা যে সোনাকেও ভেঙে দিতে পারে এটা তারই একটি নজির। অপর একজন লিখেছেন, যখন আপনাদের অনেক বয়স হয়ে যাবে, চুলে পাক ধরবে তখন আপনাদের এই ঘটনার কথা যখন মনে পড়বে আপনাদের হাসি পাবে। যদি এটা হিরে হত তবে তো দাঁতই ভেঙে যেত।