আরও একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল। দু'কোটি টাকার কম মূল্যের এফডিতে সুদের হার বাড়িয়েছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সাম্প্রতিক তালিকা অনুযায়ী, ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে বিভিন্ন মেয়াদের এফডি করা যায়। সর্বোচ্চ চার শতাংশ এবং সর্বোচ্চ ৬.৭৫ শতাংশ সুদ মিলবে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে অবশ্য সুদের হার কিছুটা বেশি। প্রবীণ নাগরিকরা এফডিতে সর্বনিম্ন ৪.৫ শতাংশ হারে সুদ পাবেন। তাঁদের সর্বোচ্চ সুদের পরিমাণ ৭.২৫ শতাংশ।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার (আমজনতা)
- ৭ দিন থেকে ১৪ দিন: ৪ শতাংশ।
- ১৫ দিন থেকে ৩০ দিন: ৪.২৫ শতাংশ।
- ৩১ দিন থেকে ৪৫ দিন: ৪.২৫ শতাংশ।
- ৪৬ দিন থেকে ৫৯ দিন: ৪.৫ শতাংশ।
- ৬০ দিন থেকে ৯০ দিন: ৪.৫ শতাংশ।
- ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৫.৫ শতাংশ।
- ২৭১ দিন থেকে ৩৬৪ দিন: ৫.৫ শতাংশ।
- ১ বছর থেকে ২ বছরের কম: ৬.৭৫ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম: ৬.৫ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.২৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.২৫ শতাংশ।
সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার (প্রবীণ নাগরিক)
- ৭ দিন থেকে ১৪ দিন: ৪.৫ শতাংশ।
- ১৫ দিন থেকে ৩০ দিন: ৪.৭৫ শতাংশ।
- ৩১ দিন থেকে ৪৫ দিন: ৪.৭৫ শতাংশ।
- ৪৬ দিন থেকে ৫৯ দিন: ৫ শতাংশ।
- ৬০ দিন থেকে ৯০ দিন: ৫ শতাংশ।
- ৯১ দিন থেকে ১৭৯ দিন: ৫.৫ শতাংশ।
- ১৮০ দিন থেকে ২৭০ দিন: ৬ শতাংশ।
- ২৭১ দিন থেকে ৩৬৪ দিন: ৬ শতাংশ।
- ১ বছর থেকে ২ বছরের কম: ৭.২৫ শতাংশ।
- ২ বছর থেকে ৩ বছরের কম: ৭ শতাংশ।
- ৩ বছর থেকে ৫ বছরের কম: ৬.৭৫ শতাংশ।
- ৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত: ৬.৭৫ শতাংশ।
আরও পড়ুন: ICICI Bank FD Rate Hike: ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল আরও এক ব্যাঙ্ক! রইল নতুন চার্ট