
Baji
৳7,777 IPL 2025 Sports Bonus
কবে পালিত হবে খুশির ইদ? উত্তর মিলতে পারে আজই (মঙ্গলবার)। ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরশাহি, কাতার-সহ আরবের দেশগুলিতে চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। সেইমতো আজ যদি খালি চোখে বা দূরবীন দিয়ে চাঁদ দেখা যায়, তাহলে আগামিকাল (বুধবার) সৌদি আরবে ইদ পালিত হবে।
সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, যদি শাওয়াল মাসের জন্য ইসলাম ধর্মাবলম্বী মানুষরা মঙ্গলবার চাঁদ দেখতে পান, তাহলে নিকটতম কর্তৃপক্ষের জানাতে হবে। তাঁরা যদি আজ চাঁদ দেখতে পান, তাহলে রমজান মাসের সমাপ্তি ঘোষণা করা হবে। আর পরদিনই অর্থাৎ বুধবার ইদ পালিত হবে। তবে চাঁদ দেখা গিয়েছে কিনা, তা চূড়ান্তভাবে ঘোষণা করা হবে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটে (সৌদি আরবের স্থানীয় সময় অনুযায়ী)। অর্থাৎ ভারতীয় সময় অনুযায়ী, রাত ৯ টা ৪৫ মিনিটে জানা যাবে যে আগামিকাল (বুধবার) সৌদিতে ইদ-উল-ফিতর পালন করা হবে কিনা। পরদিন (বৃহস্পতিবার) ভারতে ইদ হবে।
রমজান মাসের শেষে ইদ-উল-ফিতর পালিত হয়। ইদ-উল-ফিতরের অর্থ উপবাস শেষ করার উৎসব। শাওয়াল মাসের প্রথম দিন পালিত হয় ইসলাম সম্প্রদায়ের এই উৎসব। শাওয়াল ইসলামিক ক্যালেন্ডারের দশম মাস। ইদের দিন বিশেষ নমাজের মাধ্যমে দিন শুরু করেন সকলে। আল্লাহকে ধন্যবাদ জানানোর দিন এই ইদ। প্রচলিত ধারণা অনুযায়ী, আল্লাহের নির্দেশে রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীরা রোজা পালন করেন। কোরান অনুযায়ী, ইদের নমাজের পূর্বে রোজাদারদের জাকাত-আল-ফিতরের নিয়ম পালন করতে হয়। জাকাত অর্থাৎ দান করা।
৳7,777 IPL 2025 Sports Bonus