নেদারল্যান্ডসের চরম দক্ষিণপন্থী নেতা হিসাবে খ্যাত সাংসদ গ্রিট উইল্ডার্স এবার খোলাখুলিভাবে নুপূর শর্মার সমর্থনে এগিয়ে এলেন। উল্লেখ্য, উদয়পুর কাণ্ডের পর সুপ্রিম কোর্ট, নুপূর শর্মাকে ঘটনার জন্য কার্যত কাঠগড়ায় দাঁড় করান। তার প্রেক্ষিতেই এই ডাচ সাংসদ বলেন, নুপূর শর্মার ‘ কখনওই ক্ষমা চাওয়া উচিত নয় সত্যিটা বলার জন্য…, তিনি উদয়পুর কাণ্ডের জন্য দায়ী নন।’
প্রসঙ্গত, পয়গম্বর বিতর্ক নিয়ে ইতিমধ্যেই তুমুল বিতর্কের ঝড় দেখেছে দেশ। দেশের বিভিন্ন প্রান্তে উঠেছে প্রতিবাদের আগুন। এদিকে, সদ্য উদয়পুরে নুপূর শর্মার মন্তব্যের সমর্থনে এক ব্যক্তি সোশ্যাল মিডিয়া পোস্ট করার পর তাঁর শিরোচ্ছেদ করার ঘটনা ঘটে। এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতির তরফে মন্তব্য উঠে আসে, সেখানে বলা হয় ‘তাঁর (নুপূর শর্মার) মন্তব্যের জন্যই দেশে আগুন জ্বলছে।’ উল্লেখ্য, নুপূর শর্মার মন্তব্য নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও বহু ইসলামধর্মালম্বী অধ্যুষিত দেশ প্রবলভাব সরব হয়। এদিকে, নেদারল্যান্ডসের তরফে সদ্য সেদেশের রাজনীতিকের মন্তব্য আন্তর্জাতিক কূটনীতিতে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। 'রথযাত্রায় কংগ্রেস আমলে হিংসার ভয় পেতেন মানুষ, কিন্তু বিজেপি...' কী বললেন শাহ?