কর্ণাটকের হুবলির এক মহিলা ফ্যামিলি আদালতে স্বামীর বিরুদ্ধে খোরপোষ চেয়ে মামলা করেছিলেন। সেই মামলায় আদালত ওই ব্যক্তিকে স্ত্রীর জন্য ১০ হাজার টাকা এবং কন্যার জন্য ৫ হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাদের বিয়ে হয়েছিল ২০০৫ সালে। তাদের একটি মেয়ে রয়েছে।
আধার কার্ড নিয়ে বড় পর্যবেক্ষণ হাইকোর্টের। প্রতীকী ছবি
একজন স্ত্রীর কি তার স্বামীর আধার কার্ডের তথ্য পাওয়ার অধিকার রয়েছে? সেই প্রশ্ন রয়েছে অনেকেরই। এ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। একটি মামলার শুনানিতে এই সংক্রান্ত বিষয়টি স্পষ্ট করল কর্ণাটক হাইকোর্ট। এবিষয়ে গোপনীয়তাকেই প্রাধান্য দিল হাইকোর্ট। আদালত স্পষ্ট বলেছে, বিয়ে গোপনীয়তার অধিকারকে প্রভাবিত করতে পারে না। একজন স্ত্রী শুধুমাত্র বিয়ের নামে একতরফাভাবে স্বামীর আধার কার্ডের তথ্য পেতে পারেন না। একটি মামলার রায় দিতে গিয়ে এ বিষয়টি স্পষ্ট করেছে বিচারপতি এস সুনীল দত্ত যাদব এবং বিজয়কুমার এ পাটিলের ডিভিশন বেঞ্চ।
জানা গিয়েছে, কর্ণাটকের হুবলির এক মহিলা ফ্যামিলি আদালতে স্বামীর বিরুদ্ধে খোরপোষ চেয়ে মামলা করেছিলেন। সেই মামলায় আদালত ওই ব্যক্তিকে স্ত্রীর জন্য ১০ হাজার টাকা এবং কন্যার জন্য ৫ হাজার টাকা খোরপোষ দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাদের বিয়ে হয়েছিল ২০০৫ সালে। তাদের একটি মেয়ে রয়েছে। তবে সম্পর্কে সমস্যা দেখা দিলে স্ত্রী আইনি ব্যবস্থা নেন। আদালতের সেই আদেশ কার্যকর করার জন্য মহিলা তার স্বামীর আধার কার্ডের তথ্য পেতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, তার স্বামী বর্তমানে কোথায় থাকেন তা তিনি জানেন না। তাই তিনি তাকে আদালতের আদেশের প্রতিলিপি পাঠাতে পারছেন না। থলে আদালতের নির্দেশ কার্যকর করতে গেলে তার স্বামীর অবস্থান জানা প্রয়োজন। এই যুক্তি জানিয়ে তিনি আধার অফিসে যোগাযোগ করেছিলেন।