কেন্দ্রীয় বাজেট নিয়ে মুখ খুললেন ডিএমকে এমপি দয়ানিধি মারান। সংবাদ সংস্থা এএনআইকে তিনি জানিয়েছেন, এটা অত্যন্ত হতাশার বাজেট। এই বাজেট এমনভাবে তৈরি করা হয়েছে যাতে দিল্লির ভোটারদের মন জয় করা। কারণ দিল্লির ভোট আসছে ৫ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী একটা বড় ছাড়ের কথা বলেছেন।
তিনি জানিয়েছেন, ১২ লাখের ক্ষেত্রে কোনও কর থাকছে না। তারপর তিনিই আবার বলছেন ৮-১২ লাখের মধ্য়ে ১০ শতাংশের একটা স্ল্যাব থাকছে। সেকারণে এটা খুব বিভ্রান্তিমূলক।…তিনি ভোটারদের প্রতিশ্রুতি দিতে চেয়েছেন যে ১২ লাখ পর্যন্ত কর ছাড় থাকছে। কিন্তু সেটা একেবারেই সরল ও সোজাসুজি নয়। তাদের টিডিএস ক্লেইম করতে হবে আর সব কিছু রয়েছে…সেকারণে মধ্য়বিত্তের কাছে ফের আঘাত। ফের কেন্দ্রীয় অর্থমন্ত্রীর মাধ্যমে প্রতারিত হলেন ম্ধ্যবিত্তরা। দেশের বাকি জায়গাগুলিতে পরিকাঠামো বৃদ্ধির কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। এটা কেবলমাত্র বিহারের ক্ষেত্রে প্রযোজ্য। কারণ এই বছরেই বিহারে ভোট রয়েছে। তামিলনাড়ু বা দক্ষিণভারতের কোনও রাজ্যের জন্য় একটা শব্দও নেই। জানিয়েছেন ডিএমকে এমপি দয়ানিধি মারান।
তিনি জানিয়েছেন, গুজরাট ভিত্তিক শিল্পগুলির জন্য় ইনসেনটিভ দেওয়া হচ্ছে। কিন্তু বাকিদের জন্য নয়।
কার্যত এই বাজেটকে পুরো হতাশাজনক বলে উল্লেখ করেছেন তিনি। সেই সঙ্গেই এই বাজেটকে দিল্লির ভোট আর বিহারের ভোটের দিকে তাকিয়ে করা হয়েছে বলে উল্লেখ করেছেন দক্ষিণের এই নেতা।
কার্যত বঞ্চনার কথা উল্লেখ করেছেন তিনি। অন্য়দিকে এই বঞ্চনার প্রসঙ্গ এনেছেন বাংলার ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্য়ায়।
তিনি সংবাদমাধ্য়মে জানিয়েছেন, ‘বাংলা থেকে ১২জন বিজেপির সাংসদ রয়েছে। তারপরও বাংলা বঞ্চিত। এই নিয়ে বিজেপি সাংসদরা কিছু বললেন না। দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত।’
কার্যত একদিকে যেমন দক্ষিণভারতের এমপি বঞ্চনার অভিযোগ করছেন তেমনি বাংলা থেকে সংসদে যাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেই বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন।
তবে এই বঞ্চনার কারণ নিয়ে জানিয়েছেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। তিনি জানয়েছেন, ‘বাংলাকে প্রকল্প দিয়ে কী হবে? বাংলার সরকার তো লড়াই করতে ব্যস্ত। বাজেটে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে যে প্রকল্পটা ঘোষণা করা হল, সেই ধনধান্য কৃষি যোজনাই দেখবেন পশ্চিমবঙ্গে কার্যকরী হচ্ছে না। যারা মারামারি করে সব সময় তাদের আপনি প্রকল্প দিয়ে কী করবেন? উড়িষ্যায় এর আগে আমাদের বিরোধী দলের সরকার ছিল, কিন্তু উড়িষ্যা প্রকল্প পেয়েছে।’