
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
রাজধানী শহর। কৌলিন্যই আলাদা। দেশের অন্যান্য শহর বেশ সম্মানই করে রাজধানী শহর দিল্লিকে। কিন্তু দুষণের নিরিখেও ফের সকলকে ছাপিয়ে গেল দিল্লি। পরপর দুবার একই চিত্র। দুষণের ভয়াবহতার নিরিখে একেবারে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছে দিল্লি। পরিসংখ্যান বলছে দেশের অন্যান্য শহরের তুলনায় দুষণের মাত্রা সবথেকে বেশি দিল্লিতে। এমনকী গত বছরের তুলনাতে এবার দুষণের মাত্রা বেড়েছে প্রায় ১৪.৬ শতাংশ। এদিকে দিল্লিতে দুষণ কমাতে ব্যবস্থা কিছু কম নেয়নি কেজরিওয়াল সরকার। ফসল ওঠার পরে নাড়া পোড়ানো বন্ধ করতেও সরকার নানা নিয়ম জারি করেছে। দুষণ কমানোর জন্য রাস্তাতেও নানা ব্যবস্থা নিয়েছে সরকার। দুষণ রোধে নির্মাণকাজও বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। কিন্তু শেষ পর্যন্ত দুষণ কমেনি। এবার সেই দুষণ একেবারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে।
এদিকে শুধু দিল্লিতে নয়, ভারতের অন্যান্য শহরেও দুষণের মাত্রা কম কিছু নয়। এশিয়ার সবচেয়ে দুষিত যে ১৫টি শহর তার মধ্যে ১১টিই এই দেশেরই।বিশ্বের প্রথম ৫০টি দুষিত শহরের মধ্যে ৩৫টি এই দেশের। একেবারে হু হু করে বেড়েছে দুষণ। হাঁসফাঁস করেছেন সাধারণ মানুষ। কিন্তু কে শুনছেন কার কথা|? বাড়ছে নগরায়ন। এর সঙ্গেই বাড়ছে দুষণ। তবে বিশ্বের অন্যান্য শহরেও দুষণ কম কিছু নয়। বাংলাদেশের ঢাকা দ্বিতীয় স্থানে রয়েছে।, তাজিকিস্তানের দুশানবে, ওমানের মুসক্যাটর মতো শহরেও দুষণের মাত্রা ভয়াবহ। তাদের নামও আছে তালিকায়।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports