দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের বন্ধ হয়ে যাওয়া টার্মিনাল ১ ফের কবে খুলবে জনসাধারণের জন্য? জানা গিয়েছে, এই টার্মিনাল ১-এ খুঁটিয়ে খুঁটিয়ে প্রযুক্তিগত সমীক্ষা চালানো হবে। এক মাসের মধ্যে সেই কাজ শেষ করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। সেই সমীক্ষার রিপোর্টের ভিত্তিতে টার্মিনাল ১ খুলে দেওয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গিয়েছে। অর্থাৎ, দিল্লি বিমানবন্দরের এই অংশ ফের চালু হতে প্রায় ১ মাস সময় লাগবে। (আরও পড়ুন: জোমাটোকে ধরানো হল কয়েক কোটির GST নোটিশ, প্রভাব পড়বে শেয়ারের দামে?)
আরও পড়ুন: হতে পারে বড়সড় সাইবার হামলা, ব্যাঙ্কগুলিকে সতর্ক করল RBI, জারি নির্দেশিকা
উল্লেখ্য, দিল্লি বিমানবন্দরের ১ নং টার্মিনালটি ব্যবহার করে থাকে ইন্ডিগো এবং স্পাইসজেট। সম্প্রতি এই টার্মিনালের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একজনের মৃত্যু হওয়ার পরে অনির্দিষ্টকালের জন্যে তা বন্ধ করে দেওয়া হয়। সেই ঘটনায় ১ জন নিহত হওয়ার পাশাপাশি ৮ জন আহত হন। সেদিন ইন্ডিগোর বহু বিমান বাতিল করা হয়েছিল। যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছিল। এদিকে সেই ঘটনার পর অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে জানানো হয়, দিল্লির আইআইটি ইঞ্জিনিয়ারদের একটি দলকে অবিলম্বে সেই ভেঙে পড়া অংশ খতিয়ে দেখতে বলা হয়েছে। এই আবহে ইন্ডিগো এবং স্পাইসজেটের উড়ানগুলি এখন দিল্লি বিমানবন্দরের ব্যস্ত টি২ এবং টি৩ টার্মিনালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: কর্ণপাত করেনি সরকার, ন্যায় সংহিতাসহ ৩ নয়া আইনকে 'নির্মম-অসাংবিধানিক' আখ্যা TMC-র
রিপোর্ট অনুযায়ী, প্রবল বৃষ্টিপাতের মাঝে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ১-এ ট্যাক্সিসহ একাধিক গাড়ির ওপরে ছাদের একটি অংশ ভেঙে পড়েছিল। দুর্ঘটনার জেরে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে টার্মিনাল ১ থেকে সকল উড়ান সাময়িক ভাবে স্থগিত করা হয়েছিল। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে টার্মিনাল ১-এ সব চেক-ইন কাউন্টার বন্ধ রাখা হয়। পরে টার্মিনালটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।
আরও পড়ুন: ভোট শেষে বন্ধুত্বে চিড়! দিল্লিতে লোকসভা ভোটে হারের জন্য AAP-কে দায়ী করল কংগ্রেস
উল্লেখ্য, জিএমআর গ্রুপের নেতৃত্বাধীন কনসোর্টিয়াম দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড ইন্দিরাগান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরিচালনার দায়িত্বে আছে। এদিকে দিল্লি বিমানবন্দরের দুর্ঘটনার জন্যে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দায়ী করেছিলেন তৃণমূল সাংসদ সাকেত গোখলে। অভিযোগ ওঠে, ভোটের আগে ঠিকঠাক ভাবে কাজ শেষ না হতেই তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছিল দিল্লি বিমানবন্দরের টার্মিনাস ১-এর সম্প্রসারিত অংশের। আর এই দুর্ঘটনা নাকি সেটারই প্রতিফলন। তবে এবার সরকারের তরফ থেকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হল, টার্মিনাসের যে অংশটি ভেঙে পড়ে, সেটি পুরনো নির্মাণ। ২০০৯ সালে সেই অংশটি তৈরি করা হয়েছিল। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসেই দিল্লি বিমানবন্দরের টার্মিনাল ১-এর সম্প্রসারিত অংশের উদ্বোধন হয়েছিল। ২০১৯ সালে সেই সম্প্রসারণের কাজ শুরু হয়েছিল।