অনেক প্রত্যাশা থাকলেও মঙ্গলবার সুপ্রিম কোর্টে আশাপূরণ হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের। পিছিয়ে গিয়েছে মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি। আগামী মার্চে ফের শীর্ষ আদালতে মহার্ঘ ভাতা মামলা উঠবে বলে জানানো হয়েছে। সেদিন ডিএ মামলার পরবর্তী শুনানি হবে। যে মামলা ২০২২ সালের নভেম্বরে সুপ্রিম কোর্টে দাখিল করেছিল পশ্চিমবঙ্গ সরকার। আর সেই মামলায় মঙ্গলবার সুপ্রিম কোর্টে ঠিক কী হল? তা জানালেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামলকুমার মিত্র।
রাজ্য বনাম সরকারি কর্মচারীদের লড়াই
তিনি জানিয়েছেন, সুপ্রিম কোর্টে যে ডিএ মামলা চলছে, সেটার পিটিশনার (মামলাকারী) হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। প্রথম বিবাদীপক্ষ হচ্ছে কনফেডারেশন। মামলাটি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার বনাম কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও অন্যান্য। অর্থাৎ প্রথমে মামলাকারী বা বাদীপক্ষ রাজ্য সরকার কথা বলবে। কিন্তু মামলাকারী কথা বলার সুযোগ পায়নি প্রথমে।
সেইসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি জানিয়েছেন, বিবাদীপক্ষের তালিকায় প্রথম নাম হল কনফেডারেশনের। কিন্তু কনফেডারেশনের আইনজীবীদের কেউ প্রথমে কথা বলার সুযোগ পাননি। অন্য বিবাদীপক্ষের আইনজীবী কথা বলতে শুরু করে দেন। পরবর্তীতে সেই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।
নয়া বেঞ্চে ডিএ মামলার পরবর্তী শুনানি
অন্যদিকে আইনজীবীরা জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি এসভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে ৪৫ নম্বরে ডিএ মামলা ওঠে। কিন্তু সময়ের অভাবের কারণে মঙ্গলবার মামলার শুনানি হয়নি। মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন আছে বলে জানিয়েছে শীর্ষ আদালত। সেই পরিস্থিতিতে মার্চে ফের ডিএ মামলার শুনানি হবে বলে জানানো হয়েছে। তবে ততদিনে বিচারপতি রায় অবসরগ্রহণ করবেন। ফলে নয়া বেঞ্চে ডিএ মামলার শুনানি হবে। আর পরবর্তীতে শুনানির দিনক্ষণ জানানো হবে।
বিস্তারিত শুনানি হবে, আগেই জানিয়েছিল সুপ্রিম কোর্ট
এমনিতে গত বছরের ১৫ জুলাই যখন সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হয়েছিল, তখন শীর্ষ আদালত জানিয়েছিল যে বিষয়টি নিয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। আর তারপর নয়া বছরের ৭ জানুয়ারি (মঙ্গলবার) ডিএ মামলার শুনানির দিন ধার্য করা হয়েছিল। কিন্তু মঙ্গলবারও শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশা ঝরে পড়েছে রাজ্য সরকারি কর্মচারীদের গলা থেকে। তাঁরা আশা করছেন, মার্চে ডিএ মামলা থেকে তাঁরা কোনও সুখবর পাবেন।