Daily News: বৌবাজারে ফের ফাটল আতঙ্ক তৈরি হয়েছে। মেট্রোর কাজের জেরে একাধিক বাড়িতে ফাটল ধরা পড়েছে। তারইমধ্যে আজ গুজরাট এবং হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। পশ্চিমবঙ্গ-সহ ভারতের যাবতীয় খবরের আপডেটের জন্য নজর রাখুন হিন্দুস্তান টাইমস বাংলার ব্লগে।
হিমাচলের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা
কেন গুজরাট বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হল না? হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা ছাপিয়ে সেই প্রশ্নেই বিদ্ধ হল নির্বাচন কমিশন। এমনিতে আগামী ১২ নভেম্বরে হিমাচলে একদফায় ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল ঘোষণা করা হবে আগামী ৮ ডিসেম্বর – বিস্তারিত পড়ুন এখানে
আগামী মাসেই আসছে পঞ্চম বন্দে ভারত, যুক্ত করবে এই শহরগুলিকে!
আগামী ১০ নভেম্বর পঞ্চম বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হবে। যে ট্রেন চেন্নাই, বেঙ্গালুরু এবং মাইসুরুকে যুক্ত করবে।
'বোমা আছে', মস্কো থেকে আগত বিমানে হুমকি বার্তা, ছিলেন ৪০২ জন
'বোমা আছে', মস্কো থেকে আগত বিমানে সেই হুমকি বার্তার জেরে দিল্লি বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হল। বৃহস্পতিবার রাত ১১ টা নাগাদ ইমেল মারফত সেই হুমকি বার্তা আসে। দ্রুত দিল্লি পুলিশ এবং অন্যান্য এজেন্সিকে খবর দেওয়া হয়। শেষপর্যন্ত রাত ৩ টে ২০ মিনিট নাগাদ দিল্লি বিমানবন্দরে এসইউ-২৩২ বিমানটি অবতরণ করে। যে বিমানে মোট ৪০২ ছিলেন। ৩৮৬ ছিলেন যাত্রী। অবতরণের কয়েক মিনিটের মধ্যে সবাইকে বিমান থেকে নামিয়ে আনা হয়।