আপনি কী কোকাকোলার Coke Zero খেতে ভালোবাসেন? তবে জেনে রাখুন, খুব শীঘ্রই এর স্বাদ বদলাতে চলেছে কোকাকোলা। সেই ১৯৮৫ সালের পর এই প্রথম বদলে যাচ্ছে Coke Zero-র স্বাদ।
নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী মঙ্গলবার এ বিষয়ে ঘোষণা করেছে কোকাকোলা। কোকাকোলা জিরো সুগার বা কোক জিরো নামের এই ড্রিঙ্কের ফ্লেভারে পরিবর্তন আনার ঘোষণা করা হয়। সংস্থা জানায়, সাধারণ কোক-এর মতোই স্বাদ আনার চেষ্টা করা হচ্ছে কোক জিরোর ক্ষেত্রে।
শুধু স্বাদ নয়, বদলে যাচ্ছে লেবেলও। এতদিন কালোর উপর লাল দিয়ে লেখা ডিজাইন থাকত। এবার থেকে তা সম্পূর্ণ লাল হবে বলে জানিয়েছে কোকাকোলা।

এই খবরে কিন্তু বহু কোক লাভাররা হতাশ। মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয় কোক জিরো। তাই এই বদলের সিদ্ধান্তে সেখানে অনেকেই বেশ অসন্তুষ্ট।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের অসন্তোষের কথা জানিয়েছেন তাঁরা। প্রয়োজনে কোকাকোলা ছেড়ে পেপসি খাওয়া শুরু করব, হুমকি দিচ্ছেন কেউ কেউ।
এই মাসেই মার্কিন যুক্তরাষ্ট্রে কোক জিরোর নতুন ক্যান, বোতল বাজারে এসে যাবে।