
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
চিনে সামরিক অভ্যুত্থান নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল জল্পনা চলছে। তা নিয়ে মজা করে টুইট করেছিলেন এক জার্মান সাংবাদিক। তারপর একটি বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছিল একটি হিন্দি সংবাদমাধ্যম। তা নিয়ে সংবাদমাধ্যমকে ট্রোল করলেন ওই সাংবাদিক।
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছে যে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে গৃহবন্দী করে রাখা হয়েছে। গত বৃহস্পতিবার @jenniferzeng97 নামে এক টুইটার ব্যবহারকারী (যিনি চিন সংক্রান্ত খবর পোস্ট করেন বলে দাবি করেছেন) একটি ভিডিয়ো পোস্ট করে জানান, বেজিংয়ের দিকে যাচ্ছে পিপলস লিবারেশন আর্মির সামরিক গাড়ি। জল্পনা ছড়িয়েছে যে চিনা সেনার প্রধান হিসেবে সরিয়ে দেওয়ার পর জিনপিংকে গৃহবন্দী করে রাখা হয়েছে।
ওই টুইট রিটুইট করে এক লেখক বলেন, ‘চিনের ৫৯ শতাংশ বিমান বসিয়ে দেওয়া এবং শীর্ষকর্তাদের জেলে পাঠানোর পর বেজিংয়ের দিকে সামরিক গাড়ি যাওয়ার এই ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) সামনে এসেছে। প্রচুর ধোঁয়া দেখা গিয়েছে। যেটার অর্থ হল যে চিনের কমিউনিস্ট পার্টির কোথাও আগুন লেগেছে। অস্থির হয়ে উঠেছে।’ তার জেরে চিনা সামরিক অভ্যুত্থানের জল্পনা আরও বৃদ্ধি পায়।
সেই জল্পনার মধ্যেই @schorselysees নামে জার্মান সংবাদমাধ্যমের এক প্রতিনিধি চিনের বিভিন্ন প্রান্তের একাধিক ছবি (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন। সেই ছবিগুলি রবিবার টুইটারে পোস্ট করেছেন। তাতে দেখা গিয়েছে যে একেবারে জনজীবন স্বাভাবিক আছে (কবে সেই ছবি তোলা হয়েছিল, তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা)। চিনের সামরিক অভ্যুত্থান হয়েছে বলে যাঁরা দাবি করেছেন, তাঁদের খোঁচা দেন। যদিও একেবারে মজার ছলে ওই সাংবাদিক সেই কাজ করেছেন বলে দাবি করেন অনেকে।
ইন্ডিয়া টুডে'র প্রতিবেদন অনুযায়ী, একটি হিন্দি সংবাদমাধ্যমে ওই সাংবাদিকের ছবি ব্যবহার করে চিনের অভ্যুত্থান নিয়ে অনুষ্ঠান করা হয়। তাতে বিশেষজ্ঞরাও ছিলেন। রীতিমতো আলোচনা করা হয়। সেই অনুষ্ঠানের প্রেক্ষিতে ওই হিন্দি চ্যানেলকে ট্রোল করেন ওই সাংবাদিক। তিনি বলেন, ‘ওই টুইটগুলি (ছবি পোস্ট করা) নিয়ে যেহেতু একটি ভারতীয় সংবাদমাধ্যম খবর করেছে, 'আমি আবারও বলতে চাই, দুটি জিনিস চিরস্থায়ী - বিশ্ব এবং মানুষের বোকামো।'
চিনে কি সত্যিই সামরিক অভ্যুত্থান হয়েছে?
সামরিক অভ্যুত্থানের জল্পনা নিয়ে চিনের সরকারি সংবাদমাধ্যমের তরফে কোনও মন্তব্য করা হয়নি। আদিল বার নামে একটি ভারতীয় সংবাদিক কয়েকটি ছবি পোস্ট করে দাবি করেন, চিনের কোনও বিমান বাতিল করা হয়নি।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports