
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
করোনাভাইরাস সংক্রমণ তুঙ্গে দেখা দেওয়ায় চিনকে যে পিপিই দান করেছিল ইতালি, পরবর্তীকালে ইউরোপে সংক্রমণ ছড়িয়ে পড়লে তা ইতালিকেই বিক্রি করল বেজিং। সম্প্রতি এমনই দাবি জানানো হয়েছে স্পেকটেটর পত্রিকার এক নিবন্ধে।
চিনের হুবেই প্রদেশে তাণ্ডব সৃষ্টি করার পরে ক্রমে ইউরোপ পাড়ি দেয় Covid-19। এই যাত্রায় ইতালিতে তার আগ্রাসনের কেন্দ্রবিন্দু তৈরি হয়। মাত্র কয়েক দিনের মধ্যে ইতালিতে মারা যান ১৫,০০০ রোগী, আক্রান্ত হন লাখের উপরে নাগরিক। সংক্রমণের নিশানায় বিশেষ করে পড়েন ইতালির চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।
এই অবস্থায় চিন ঘোষণা করে, ইতালির জন্য তারা পিপিই পাঠাচ্ছে। কিন্তু পরে জানা যায়, দান নয়, তারা ইতালির পাঠানো পিপিই ইতালিকেই ফের কিনতে বাধ্য করেছে।
শুধু তাই নয়, চিন থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের বিরুদ্ধে লড়তে অন্যান্য দেশে বেজিং যে সমস্ত টেস্টিং কিট-সহ বিভিন্ন মেডিক্যাল সরঞ্জাম বিক্রি করেছে, ইতিমধ্যে তার বেশ কিছু নিম্ন মান ও অকেজো হওয়ার দরুণ ফেরত গিয়েছে। যেমন, সম্প্রতি স্পেন ৫০,০০০ খুঁতযুক্ত কিট চিনে ফেরত পাঠিয়েছে।
তবে তার জন্য ক্ষমা চাওয়া দূরের কথা, উলটে অন্যের ঘাড়ে দোষ চাপিয়েছে চিন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports