বিধানসভা নির্বাচনে ক্ষমতায় আসার আগে একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছিল অন্ধ্রপ্রদেশের শাসক তেলুগু দেশম পার্টির (টিডিপি) নেতৃত্বাধীন জোট। তবে এখন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু জানাচ্ছেন, যে তিনি ‘সুপার সিক্স’ প্রকল্পগুলির কিছু বাস্তবায়ন করতে পারবেন না। তিনি জানিয়েছেন, রাজ্যের আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত এগুলি বাস্তবায়ন করতে পারবেন না। তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক তীব্র নিন্দায় সরব হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন: প্রধান, কাউন্সিলর, মেয়র হতে গেলে দুইয়ের বেশি সন্তানের জন্ম দিতেই হবে: চন্দ্রবাবু
গত সপ্তাহে সংবাদ সম্মেলনে নাইডু এর কারণ হিসেবে পূর্ববর্তী মুখ্যমন্ত্রী ওয়াইএস জগনমোহন রেড্ডির সরকারকেই দায়ী করেছেন। তিনি অভিযোগ করেছেন, যে ২০২২-২৩ জগনমোহনের সরকারের সময় থেকে রাজ্যের আর্থিক অবস্থা বেহাল হয়ে পড়েছে। সাম্প্রতিক নীতি আয়োগের প্রতিবেদনের কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আর্থিক সীমাবদ্ধতার কারণে তাঁর সরকার কিছু প্রতিশ্রুতি দেওয়া এই সব কল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের অবস্থায় নেই।
উল্লেখ্য, ‘সুপার সিক্স’ গ্যারান্টির অধীনে গত নির্বাচনের আগে নাইডু যেসব প্রকল্পের প্রতিশ্রুতি দিয়েছিলেন তার মধ্যে রয়েছে- সরকারি বাসে মহিলাদের জন্য বিনামূল্যে ভ্রমণ, ‘অন্নদাতা সুখীভাব’ প্রকল্পের অধীনে প্রতিটি কৃষককে ২০০০০ টাকা প্রদান, ‘থাল্লিকি বন্দনম’ (শিশুদের স্কুলে পাঠানোর জন্য) প্রকল্পের অধীনে মহিলাদের ১৫০০০ টাকা প্রদান, ‘আদাবিদ্ধ নিধি’ প্রকল্পের অধীনে ১৫০০ এবং বেকার যুবকদের জন্য ৩০০০ বেকার ভাতা।