নিশা আনন্দমদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে স্টান্ট দেখাতে গিয়ে এক প্রৌঢ়কে পিষে দিল গাড়ি। ৫০ বছর বয়সী ওই ব্যক্তির মৃত্য়ু হয়েছে। মদের দোকানের দুই কর্মী জখম হয়েছেন। রবিবার গুরুগ্রামের উদ্য়োগবিহার এলাকার ঘটনা। ইতিমধ্য়েই পুলিশ এই ঘটনায় আটজনকে গ্রেফতার করেছে।এই ঘটনায় সৌরভ শর্মা, রাহুল সিং, রবি সিং, বিকাশ, মোহিত কুমার, মুকুল সোনি, লাভ আর অশোককে গ্রেফতার করেছে পুলিশ।ভয়াবহ সেই ঘটনা ধরা পড়েছে সিসি ক্যামেরায়। একেবারে হাড়হিম করা ঘটনা। ওই সিসি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন। সেই সময় আচমকাই সাদা রঙের একটি গাড়ি দ্রুতগতিতে আসছে। এরপরই পেছনে দিকে ঘোরার চেষ্টা করে গাড়িটি। আর গাড়িটি সরাসরি ধাক্কা দেয় একাধিক জনকে। এরপর ফের দ্রুতগতিতে গাড়িটি চলে যায়।গাড়ির ধাক্কায় কয়েকজন পড়ে যায়। এমনকী একজনের মৃত্যুও হয়েছে। এদিকে ওই ফুটেজ সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে যায়। এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হন বাসিন্দারা। অ্য়াসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ উদ্যোগ বিহার জানিয়েছেন,এই ঘটনায় জড়িতদের গ্রেফতার করা হয়েছে। দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এদিকে প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানো হচ্ছিল। কিন্তু তাতেই ভয়াবহ পরিণতি। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্য়ে তিনজন একটি ট্রাভেল এজেন্সিতে কাজ করেন। ধৃতদের মধ্যে একজন অতিরিক্ত ডেপুটি কমিশনারের অফিসের কম্পিউটার অপারেটর। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, মদের দোকানের কাছে হোটেলে দুটি গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল। তারই পরিণতিতে প্রতিহিংসা নিতেই অপর গাড়িটি এসেছিল।