বাংলা নিউজ > ঘরে বাইরে > WHO-র পদক্ষেপের পর কোভ্যাক্সিন নিয়ে কি বিদেশে যেতে পারবেন? জানাল কেন্দ্র
পরবর্তী খবর
WHO-র পদক্ষেপের পর কোভ্যাক্সিন নিয়ে কি বিদেশে যেতে পারবেন? জানাল কেন্দ্র
1 মিনিটে পড়ুন Updated: 08 Apr 2022, 09:41 AM ISTAyan Das
গত সপ্তাহে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন সরবরাহ স্থগিত করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। তাহলে কেউ যদি কোভ্যাক্সিন নিয়ে থাকেন, তাঁর কি বিদেশে যেতে সমস্যা হবে?
Ad
কোভ্যাক্সিন নিয়ে ভারতীয়দের বিদেশে যেতে কোনও সমস্যা হবে না। এমনটাই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে প্রথম গোখলে/হিন্দুস্তান টাইমস)
কোভ্যাক্সিন নিয়ে ভারতীয়দের বিদেশে যেতে কোনও সমস্যা হবে না। এমনটাই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। তিনি জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোভ্যাক্সিন সুরক্ষিত এবং কার্যকরী।
যদিও বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং ভারত বায়োটেকের তরফে যে বিবৃতি জারি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে কোভ্যাক্সিন সুরক্ষিত এবং কার্যকরী। তিনি বলেন, ‘এই টিকার কার্যকারিতা নিয়ে কোনও প্রশ্ন নেই। প্রক্রিয়াগত কিছু সমস্যা আছে। যে বিষয়টি সমাধানের চেষ্টা করছে সংস্থা এবং হু।’