বাংলা নিউজ > ঘরে বাইরে > BJP's Candidate for President's Election: রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী তালিকায় চমক দেবে BJP? জোর গুঞ্জন রাজনৈতিক মহলে
পরবর্তী খবর
বহুদিন আগে থেকেই রাষ্ট্রপতির নির্বাচনের অঙ্ক কষতে শুরু করেছিল বিজেপি। তবে এখনও বিজেপির ভোট জয়ের অঙ্ক মেলেনি। বিজেপির ঝুলিতে বর্তমানে রয়েছে ৪৮.৯ শতাংশ ভোট। সংখ্যাগরিষ্ঠতা থেকে কিছুটা পিছিয়ে বিজেপি। তবে এই অঙ্ক মেলাতে বিজেপি চমক দিতে পারে প্রার্থী তালিকায়। মনে করা হচ্ছে বিজেপি এমন কোনও প্রার্থী দাঁড় করাতে পারে, যেই প্রার্থীর গ্রহণযোগ্যতা থাকবে বিরোধী দলগুলির মধ্যেও। এর জন্য জাতপাতের সমীকরণের পথে হাঁটতে পারে বিজেপি। (আরও পড়ুন: রাষ্ট্রপতি নির্বাচনের সমীকরণ মিলছে না ২%-এর জন্য, কোন অঙ্ক কষতে পারে BJP?)