
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
সোমবার উদ্ভট দৃশ্যের সাক্ষী থাকল বিহার বিধানসভা। স্পিকার বিজয়কুমার সিনহার সঙ্গে রীতিমতো কথা কাটাকাটি হল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। রেগে আগুন হয়ে স্পিকারকে বলে দিলেন, 'আপনি আমার কথা শুনুন। এটা আমি বরদাস্ত করব না।' যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
ঘটনাটি ঠিক কী হয়েছিল?
‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদন অনুযায়ী, বিজেপি বিধায়ক সঞ্জয় সরাবগী প্রশ্ন করেন, গত দু'মাসে লখীসরায়ে যে ন'জনকে হত্যা করা হয়েছে, সেই ঘটনায় কী ব্যবস্থা নিয়েছে নীতিশের সরকার। সেই প্রশ্নের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী বিজেন্দ্র যাদব জবাব দিতে শুরু করলেও তাতে সন্তুষ্ট হননি বিজেপি বিধায়ক। বরং বিজেন্দ্রের জবাবের মধ্যেই অভিযোগ করতে থাকেন, অভিযুক্ত পুলিশকর্মীদের গ্রেফতার করা হচ্ছে না।
লখীসরায় আবার স্পিকারের বিধানসভা আসন হওয়ায় তিনিও সরকারের থেকে স্পষ্ট তথ্য জানতে চান। তারইমধ্যে বিষয়টি বুধবার উত্থাপন করা হবে বলে জানানো হয়। কিন্তু আচমকা বিহারের মুখ্যমন্ত্রী কথা বলতে শুরু করেন। তিনি দাবি করেন, বিজেপি বিধায়ক যে প্রশ্ন করেছেন, তা আদালতে বিচারধীন। তাই বিষয়টি বিধানসভায় উত্থাপন করা যায় না। সেই কাজ সংবিধান-বিরোধী। সরকার নির্দোষ কাউকে ফাঁসিয়ে দেয় না, আবার দোষীকে ছেড়ে দেয় না বলেও দাবি করেন নীতিশ।
সেখানেই থামেননি বিহারের মুখ্যমন্ত্রী। বরং স্পিকারকে বলে দেন, কীভাবে বিধানসভা চালাচ্ছেন তিনি। কোনওদিন এরকম ঘটনা ঘটেনি। তদন্ত রিপোর্ট তো আদালতে জমা দেয়। তাতে স্পিকারের হস্তক্ষেপ করার কী আছে? সেইসময় কয়েকবার স্পিকারের দিকে আঙুল উঁচিয়ে রেগেমেগে কথা বলতে দেখা যায় নীতিশকে। সেই পরিস্থিতিতে হস্তক্ষেপ করেন স্পিকার। নীতিশকে তাঁর কথা শুনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতেও অবিচল থাকেন নীতিশ। তিনি বলেন, 'আমি শুনছিলাম। আমি আঘাত পেয়েছি। এটা অগ্রহণযোগ্য। আপনি আমার কথা শুনুন। আমি এটা মেনে নেব না।'
6.88% Weekly Cashback on 2025 IPL Sports