Belgian Shooter Arrested: গ্রেফতার হল ২ সুইডিশ ফুটপ্রেমীকে খুন করা 'ISIS জঙ্গি', জানাল বেলজিয়ান কর্তৃপক্ষ
2 মিনিটে পড়ুন Updated: 17 Oct 2023, 01:22 PM ISTগতকাল সন্ধ্যায় ব্রাসেলসের রাস্তায় খুন হন দুই সুইডিশ নাগরিক। ঘটনায় আরও এক সুইডিশ নাগরিক জখম হন। এই ঘটনার পর রাতের দিকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিয়ো। তাতে দেখা যায়, এক ব্যক্তি কমলা রঙের জ্যাকেট ও লাল রঙের টুপি পরে আছে। সে নিজেকে আইএস জঙ্গি হিসেবে পরিচয় দিচ্ছে।
বেলজিয়ামে দুই সুইডিশ ফুটবল সমর্থককে খুন করা জঙ্গিকে গ্রেফতার করল পুলিশ