Bank Weekly Holidays: এবার থেকে প্রতি সপ্তাহেই দু’দিন করে ছুটি থাকবে ব্যাঙ্কে, প্রায় পাকা সিদ্ধান্ত Updated: 23 Nov 2022, 08:54 AM IST Abhijit Chowdhury দীর্ঘদিন ধরেই ব্যাঙ্ককর্মীরা দাবি জানিয়ে এসেছিলেন যে প্রতি সপ্তাহেই যেন দুই দিন করে ছুটি থাকে। অর্থাৎ, মাসের প্রথম এবং তৃতীয় শনিবার যেন ব্যাঙ্ক না খোলা হয়। রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কের ছুটি বৃদ্ধি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত শীঘ্রই নেওয়া হতে পারে।