প্রদীপ কুমার মিত্র
সোমবার ভয়াবহ সাম্প্রদায়িক হিংসা ছড়িয়েছিল নাগপুরে। তবে সেই হিংসাই একেবারে অন্যদিকে মোড় নেয় যখন স্থানীয় পুলিশ বুঝতে পারে যে সোশ্য়াল মিডিয়ায় কিছু লিঙ্ক ঘুরছে যেটা আসল উৎপত্তিস্থল হল বাংলাদেশ। নাগপুর পুলিশের সাইবার ক্রাইম ইউনিট একটা ফেসবুক পোস্টকে চিহ্নিত করে। সেটা আসলে এক বাংলাদেশি পোস্ট করেছিল। যার জেরে শহরে আবার অস্থিরতা তৈরি হয়।
সাইবার সেল সূত্রে খবর সেই ফেসবুক অ্যাকাউন্ট বাংলাদেশের এক ব্যক্তির। সেই পোস্টের মাধ্য়মে দাঙ্গা যাতে ছড়িয়ে পড়ে তার উসকানি দেওয়া ছিল। সোমবারের হিংসাকে ছোট ঘটনা বলে উল্লেখ করা হয়েছিল। ভবিষ্যতে আরও বড় হিংসার হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। এরপর সিকিউরিটি এজেন্সি যাচাই করে সেই ফেসবুক পোস্টটিকে ও সেটিকে ব্লক করার কথা জানায়।
লোহিত মাতানি ডেপুটি কমিশনার অফ পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে দেখা গিয়েছে এই ধরনের একটা পোস্ট মিলেছে যেটা বাংলাদেশ থেকে হয়েছিল। তবে এই পোস্ট আসলে কোথা থেকে সেটা এখনও স্পষ্ট নয়।
এদিকে পিটিআই সূত্রে খবর,নাগপুরের হিংসার পরিপ্রেক্ষিতে মহারাষ্ট্র সাইবার ডিপার্টমেন্ট সাম্প্রদায়িক অশান্তি উস্কে দেওয়ার লক্ষ্যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জুড়ে আপত্তিকর বিষয়বস্তু সম্বলিত ১৪০টিরও বেশি পোস্ট এবং ভিডিও চিহ্নিত করেছে।
বুধবার এক আধিকারিক জানিয়েছেন, এই ভিডিও এবং পোস্টগুলি ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স এবং ইউটিউবে আপলোড করা হয়েছে। তথ্য প্রযুক্তি (আইটি) আইন ২০০০ এর ৭৯(৩)(বি) ধারায় নোটিশ জারি করা হয়েছে, যাতে এই ধরনের কনটেন্ট অবিলম্বে সরানোর সুবিধা হয়।