গণঅভ্যুত্থানের ৬ মাস পর ফের জ্বলতে শুরু করেছে বাংলাদেশ। এই আবহে বর্তমান পরিস্থিতির জন্যে সরকারের ওপর চাপ সৃষ্টির পথে হেঁটেছে বিএনপি। এরই সঙ্গে দলের কর্মীদের উদ্দেশে নির্দেশিকা জারি করে বলেছে, বিরোধী রাজনৈতিক পক্ষের কারও বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ, ম্যুরাল ভাঙচুর সহ কোনও হিংসাত্মক ঘটনার সঙ্গে যেন কেউ জড়িত না থাকে। দৈনিক কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, 'কোনও গণতান্ত্রিক দল এসব কর্মকাণ্ড সমর্থন করতে পারে না। এ ঘটনা সামাল দিতে সরকার ব্যর্থ হয়েছে।' (আরও পড়ুন: ইউনুস বিরোধীদের সাথে ষড়যন্ত্র প্রাক্তন IGP-র? বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন বলল…)
আরও পড়ুন: চলছে 'অপারেশন ক্লিন', কেরলে গ্রেফতার বাংলাদেশি দশরথ এবং তাঁর 'বিবি'
আরও পড়ুন: মুজিবের বাড়ি ভাঙায় বিদেশি অপশক্তির হাত? বাংলাদেশি বিশিষ্টদের প্রশ্নবাণ ইউনুসকে
কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী, এই হিংসা ছড়ানোর ঘটনা একধরনের ফাঁদ হয়ে থাকতে পারে। আর তাই দলের নেতাকর্মীদের কোনও ধরনের হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এই হিংসার নেপথ্যে ষড়যন্ত্রের তত্ত্বের পক্ষে সওয়াল করে বিএনপির আরও বক্তব্য, একটি দেশে বিপ্লব, গণ-অভ্যুত্থান হওয়ার পরপরই নানা ঘটনা ঘটতে পারে। কিন্তু এত দিন পরে এসে কেন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটবে? (আরও পড়ুন: 'জবাবি শুল্ক' আরোপের ঘোষণা ট্রাম্পের, প্রভাব পড়বে ভারতের ওপরও? জোর জল্পনা)
আরও পড়ুন: হাসিনার মন্ত্রীর বাড়িতে হামলা চালানো 'বিপ্লবীদের' মারধর স্থানীয়দের, জখম ১৫