
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মঙ্গলবার অসম ও মিজোরামের সরকার দুই রাজ্যের মধ্যকার কয়েক দশক পুরনো সীমান্ত বিরোধ নিয়ে আচলোনায় বসে আইজলে। মিজোরামের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সেরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী লালচামলিয়ানা। অসমের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন সীমান্ত সুরক্ষা ও উন্নয়ন মন্ত্রী অতুল বোরা। আলোচনার পর সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বোরা বলেন, উভয় রাজ্য সরকারই দীর্ঘদিনের সীমান্ত বিরোধ সমাধানে আগ্রহী।
বোরা বৈঠক প্রসঙ্গে বলেন, ‘অরুণাচল প্রদেশ এবং মেঘালয়ের সাথে আমাদের ইতিমধ্যে কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা ১০০ শতাংশ আত্মবিশ্বাসী যে আমরা মিজোরামের সাথে সীমান্ত বিরোধের একটি সমাধান খুঁজে পাব।’ এদিকে মিজো মন্ত্রী লালচামলিয়ানা বলেন যে ‘রাতারাতি’ সীমান্ত বিরোধের সমাধান সূত্র বের করা যাবে না এবং দীর্ঘস্থায়ী সমাধানের জন্য সময়ের প্রয়োজন। তবে তিনিও জানান যে উভয় সরকারেই এই সমস্যা নিরসনে আগ্রহী।
আরও পড়ুন: শিবির বদলে কী মমতার পাতা কাটলেন নীতীশ? মুখ খুললেন প্রশান্ত কিশোর
দুই রাজ্যের মধ্যে পরবর্তী দফার আলোচনা আগামী অক্টোবরে অনুষ্ঠিত হবে গুয়াহাটিতে। এদিকে আইজলের বৈঠকের পর দুই পক্ষই একটি যৌথ বিবৃতি প্রকাশ করে দাবি করে যে তারা সীমান্তে শান্তি চায়। উল্লেখ্য, গতবছর অসম-মিজোরাম সীমান্তে একাধিকবার উত্তেজনা ছড়িয়ে পড়েছিল। সীমান্তে গুলি চলার ঘটনাও ঘটে। সংঘর্ষের জেরে দীর্ঘ দিন ধরে দুই রাজ্যের সীমান্তে থমথমে পরিস্থিতি ছিল। এই আবহে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করে মিজো পুলিশ। মামলায় নাম ছিল অসম পুলিশের চার শীর্ষ কর্তা, দুই আমলা এবং ২০০ অজ্ঞাতপরিচয় ব্যক্তিরও।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports