Assam flood: বন্যার ভয়াল রূপ কিছুটা কেটেছে, ছন্দে ফেরার আশায় অসম, শাহ দিলেন সাহায্যের আশ্বাস
Updated: 25 Jun 2023, 11:03 PM ISTঅসমে একের পর এক এলাকা ভেসে গিয়েছে গত কয়েকদিনে। ক্রমেই পরিস্থিতি খারাপ হয়েছে বন্যায়। বিপদের মুখে পড়েন কয়েক হাজার মানুষ। তারই মাঝে সমস্ত সাহায্যের আশ্বাস এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে। বিশ্বকল্যাণ পুরকায়স্থের গ্রাউন্ড রিপোর্ট দেখে নিন।
তথ্য বলছে, অসমের ১৫ টি দেলার ৮৭৪ টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত। ২,৭১,৫২২ জন মানুষ বন্য কবলিত অসমে বিপদের মাঝে রয়েছেন। ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। ধুবলি, বজলি, বাকসা,বারপেতা, জোরহাট, কামরূপ, লখিমপুর, নবাড়ি, গোয়ালপাডৃ়া, ডিব্রুগড়, গোলাঘাট, তামুলপুর বন্যায় ব্যাপক ক্ষতির মুখে। ১১ জেলায় ৪৩০৬৪ টি ত্রাণ শিবিরে ক্ষতিগ্রস্ত মানুষদের রাখা হয়েছে। ২.৮৯ লাখ পশুপাখি এই বন্যায় ক্ষতিগ্রস্ত, বন্যার জলে ভেসে গিয়েছে ৯৬৪ টি পশু। এরই মধ্যে বিস্তীর্ণ ভূভাগের চাষের জমি জলের নিচে। অসমে সবমিলিয়ে পরিস্থিতি বেশ জটিল।
(PTI Photo)(PTI06_16_2023_RPT167A)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি