অসম বোর্ড পরীক্ষার তারিখ ২০২৫: হাই স্কুল লিভিং সার্টিফিকেট (এইচএসএলসি বা ক্লাস ১০) পরীক্ষা, ২০২৫ এর পরীক্ষার রুটিন প্রকাশিত হল। ১৫ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে এই পরীক্ষা। নবগঠিত অসম রাজ্য স্কুল শিক্ষা বোর্ড এই রুটিনের বিষয়টি ঘোষণা করেছে। আগামী ২১ ও ২২ জানুয়ারি দশম শ্রেণির ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবর হিন্দুস্তান টাইমস সূত্রে।
এদিকে ICSE, ISC পরীক্ষার রুটিন ২০২৫ প্রকাশিত হয়েছে। cisce.org এখানে গিয়ে দেখে নিতে পারেন গোটা রুটিনটি।
বোর্ড জানিয়েছে, ১৩ ফেব্রুয়ারি থেকে ১৭ মার্চের মধ্যে উচ্চ মাধ্যমিক (এইচএস বা দ্বাদশ শ্রেণি) ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অসমের শিক্ষামন্ত্রী রনোজ পেগু এক্স-এ এই তথ্য শেয়ার করেছেন।
অসমের শিক্ষাদফতরের পেশ করা সময়সূচী অনুসারে, অসম এইচএসএলসি বা ক্লাস ১০ বোর্ড পরীক্ষা ইংরেজি পত্র দিয়ে শুরু হবে এবং ঐচ্ছিক বিষয়গুলির পরীক্ষা দিয়ে শেষ হবে: গণিত, ভূগোল, ইতিহাস, সংস্কৃত, কম্পিউটার বিজ্ঞান, বাণিজ্য, হোম সায়েন্স, আরবি, ফার্সি এবং নেপালি।
সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর দেড়টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত পাঁচ মিনিট (পরীক্ষার নির্ধারিত সময়ের আগে) সময় পাবে।
এইচএস বা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা ইংরেজি পত্র দিয়ে শুরু হবে এবং নৃবিজ্ঞান, সমাজবিজ্ঞান, সেলসম্যানশিপ এবং বিজ্ঞাপনের কাগজপত্রের পরীক্ষা দিয়ে শেষ হবে।
এইচএসএলসির মতো এইচএসসি পরীক্ষাও দুটি শিফটে অনুষ্ঠিত হবে- সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সকাল ৮টা ৫০ মিনিট থেকে ৯টা এবং দুপুর ১টা ২০ মিনিট থেকে দুপুর দেড়টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। তবে পরীক্ষার্থীরা প্রশ্নপত্র পড়ার জন্য অতিরিক্ত ১০ মিনিট সময় পাবেন।
এইচএসসি-র ব্যবহারিক পরীক্ষা ২৯ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত হবে বলে জানিয়েছে পর্ষদ।
২০২৩-২৪ সেশনের জন্য যে স্কুলগুলিতে রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেখান থেকেই প্র্যাকটিক্যাল পরীক্ষায় বসবে পড়ুয়ারা।
শিক্ষাদফতরের নির্দিষ্ট ওয়েবসাইটে, সংশ্লিষ্ট স্কুলে গিয়ে পড়ুয়ারা তাদের পরীক্ষার বিস্তারিত রুটিন সংগ্রহ করতে পারেন। রুটিন আগাম জেনে নিয়ে নির্দিষ্ট দিনে পরীক্ষা দিতে যাওয়াটাই যুক্তিযুক্ত। দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও পড়ুয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে এই পরীক্ষার রুটিনও অত্যন্ত গুরুত্বপূর্ণ।