
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ একটি মসজিদে আজানের সময় যা করলেন তাতে প্রশংসায় পঞ্চমুখ অনেকে। আজান শুনে বক্তব্য বন্ধ রাখলেন অমিত শাহ। আজান শেষ হয়ে যাওয়ার পর সভায় উপস্থিত মানুষের কাছ থেকে অনুমতি নিয়ে আবার নিজের বক্তৃতা শুরু করলেন। গতকাল অমিত শাহ জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় একটি সমাবেশে আজানের সময় কিছুক্ষণ বক্তব্য বন্ধ রাখেন।
বদলে যাওয়া কাশ্মীরের কথা শোনালেন অমিত শাহ, পর্যটকদের হটস্পট এখন ভূস্বর্গ
উত্তর কাশ্মীর জেলার শওকত আলি স্টেডিয়ামে তার আধা ঘণ্টার দীর্ঘ বক্তৃতা রাখার কথা ছিল অমিত শাহের। সেইমতো বক্তৃতা শুরুও করেছিলেন। হঠাৎ বক্তৃতা থামিয়ে মঞ্চে উপস্থিতদের জিজ্ঞাসা করলেন ‘মসজিদে কি কিছু হচ্ছে?’ তখন মঞ্চ থেকে কেউ একজন তাকে বলেন যে আজান হচ্ছে। তখন অমিত শাহ অবিলম্বে তার বক্তৃতা বন্ধ করে দেন। প্রায় ৫ মিনিট বক্তব্য বন্ধ রাখেন অমিত শাহ। অমিতের এই সিদ্ধান্তে মুগ্ধ হয়ে যান সমাবেশে উপস্থিত মানুষজন। আজান শেষ হওয়ার পরে তারা করতালি শুরু করে এবং অমিতের পক্ষে স্লোগান দিতে শুরু করেন। আজান শেষ হয়ে যাওয়ার পর অমিত শাহ সেখানে উপস্থিত মানুষদের অনুমতি চেয়ে জিজ্ঞেস করেন, ‘আজান শেষ হয়ে গিয়েছে। এবার কি আমি পুনরায় বক্তৃতা শুরু করতে পারি? জোরে বলুন, আমি কি আমার বক্তৃতা আবার শুরু করব?’ তারপর তিনি তার বক্তৃতা শুরুর করেন।
এদিন অমিত শাহ কাশ্মীরের বারামুল্লায় সমাবেশে যোগ দেওয়ার আগেই সেখানে মানুষের দীর্ঘ লাইনে পড়ে। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য শোনার জন্য ঘণ্টার পর পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী (পিএমও) জিতেন্দ্র সিংও এদিন মঞ্চে উপস্থিত ছিলেন।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports