দেশে যদি শক্তিশালী নেতা না থাকেন তবে প্রতিটি শহরে আফতাবের মতো খুনীরা জন্মাবে। আমরা সমাজকে সুরক্ষিত রাখতে পারব না। গুজরাটের নির্বাচনী প্রচারে বক্তব্য রাখেন অসমের মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি একথা বলেন। সেখানেই তিনি জানিয়েছেন, দেশের উচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করা। তৃতীয়বার তাঁকে কেন্দ্রে শাসনক্ষমতায় বসানো উচিত।অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, শ্রদ্ধা বোনকে আফতাব মুম্বই থেকে নিয়ে এসেছিল। এরপর লাভ জেহাদের নাম করে ৩৫ টুকরো করে ফেলে। এরপর সেই টুকরো ফ্রিজে ভরে ফেলা হয়। ফ্রিজে যখন দেহ তখন অন্য মহিলাকে তিনি ঘরে আনতেন। তার সঙ্গে ডেটিং শুরু হয়ে যায়। আজ যদি দেশের কাছে শক্তিশালী কোনও নেতা না থাকে ,দেশকে যদি মা হিসাবে শ্রদ্ধা করা না হয় এরকম আফতাব প্রতি শহরে তৈরি হবে। আমরা সমাজকে সুরক্ষিত রাখতে পারব না। সেকারণেই নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা দরকার। জানালেন অসমের মুখ্য়মন্ত্রী।আফতাব পুনাওয়ালা। লিভ ইন পার্টনার শ্রদ্ধা ওয়াকারকে ৩৫ টুকরো করে ফ্রিজে ভরে ফেলার অভিযোগ তার বিরুদ্ধে। গোটা দেশ শিউরে উঠেছে এই ঘটনায়।গত ১২ নভেম্বর পুলিশ তাকে গ্রেফতার করেছিল। বর্তমানে সে পুলিশ কাস্টডিতে আছে। তার নারকো টেস্ট চেয়েছে দিল্লি পুলিশ।