বাংলা নিউজ > ঘরে বাইরে > '৩৬ ঘণ্টা তো হয়ে গেল', আদানি গ্রুপকে খোঁচা মার্কিন সংস্থার, চ্যালেঞ্জ মামলা করার
পরবর্তী খবর
'৩৬ ঘণ্টা তো হয়ে গেল', আদানি গ্রুপকে খোঁচা মার্কিন সংস্থার, চ্যালেঞ্জ মামলা করার
1 মিনিটে পড়ুন Updated: 27 Jan 2023, 10:54 AM ISTSoumick Majumdar
ফের এক পাল্টা বিবৃতি প্রকাশ করল হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে তারা লিখেছে, আমাদের রিপোর্ট প্রকাশের পর ৩৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। আদানি আমাদের উল্লেখ করা ইস্যুগুলির একটিরও বিষয়ে সঠিক কোনও ব্যাখা দেয়নি। আমাদের রিপোর্টের শেষে, আমরা মোট ৮৮টি সরাসরি প্রশ্ন তুলে ধরেছিলাম।
ছবি: টুইটার, পিটিআই
আদানির শেয়ারে শর্ট পজিশনে খেলছে হিন্ডেনবার্গ রিসার্চ। তাদের দাবি, একেবারে আর্থিক বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর সংস্থাগুলি। ঋণের ভারে যে কোনও সময়ে টলে যেতে পারে সাম্রাজ্য। পড়তে পারে শেয়ার দর। গত সপ্তাহের শেষে একটি রিপোর্ট প্রকাশ করে হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে এমনটাই উল্লেখ করা হয়। পড়ুন সেই খবর: Adani গ্রুপ নিয়ে নেতিবাচক রিপোর্ট বের হতেই তুমুল পতন সংস্থার ৭টি শেয়ারে
উক্ত রিপোর্টে প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে বিপুল পতন হয় আদানি গোষ্ঠীর ৭টি সংস্থার স্টকে। হিন্ডেনবার্গের প্রতিক্রিয়ায় একটি বিবৃতিও দেয় আদানি গোষ্ঠী। তাতে বলা হয়, 'আমরা স্তম্ভিত যে, আমাদের সঙ্গে আলোচনা না করে, তথ্যের ইচ্ছাকৃত বিকৃতি ঘটিয়ে একটি ভিত্তিহীন রিপোর্ট প্রকাশ করা হয়েছে। এমন কিছু দাবি করা হয়েছে, যা আগেও সর্বোচ্চ আদালতে ভুল প্রমাণিত হয়েছে।'
এরপর ২৬ জানুয়ারি ফের এক পাল্টা বিবৃতি প্রকাশ করল হিন্ডেনবার্গ রিসার্চ। তাতে তারা লিখেছে, 'আমাদের রিপোর্ট প্রকাশের পর ৩৬ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গিয়েছে। আদানি আমাদের উল্লেখ করা ইস্যুগুলির একটিরও বিষয়ে সঠিক কোনও ব্যাখা দেয়নি। আমাদের রিপোর্টের শেষে, আমরা মোট ৮৮টি সরাসরি প্রশ্ন তুলে ধরেছিলাম। আমাদের বিশ্বাস, তার মাধ্যমেই আমরা সংস্থাকে স্বচ্ছতা দেখানোর একটি সুযোগ দিয়েছিলাম। এখনও পর্যন্ত আদানি তার কোনওটারই জবাব দেয়নি।'
এরপর সংস্থা আরও উল্লেখ করেছে, 'উল্টে, আশানুরূপভাবেই আদানি হুমকি দিচ্ছে। আজ সংবাদমাধ্যমকে দেওয়া একটি বিবৃতিতে আদানি আমাদের ১০৬ পাতার, ৩২,০০০ শব্দের, ৭২০টি সূত্রের এবং ২ বছর ধরে তৈরি করা রিপোর্টকে বিনা গবেষণায় বলে উল্লেখ করেছে।'