Poaching allegation:কেজরিওয়ালের বাড়িতে ACB টিম! বিজেপির বিরুদ্ধে ১৬ আপ প্রার্থীকে ১৫ কোটি ঘুষের অভিযোগের তদন্ত শুরু
1 মিনিটে পড়ুন Updated: 07 Feb 2025, 03:44 PM ISTদিল্লি ভোটের ফলাফলের আগের দিন কেজরিওয়ালের বাড়িতে ACB টিম। সরগরম দিল্লির রাজনীতি।
দিল্লি ভোটের ফলাফলের আগের দিন কেজরিওয়ালের বাড়িতে ACB টিম। সরগরম দিল্লির রাজনীতি।
রাত পোহালেই দিল্লি ভোটের ফলাফল প্রকাশ। তার আগে দিল্লির রাজনীতি সরগরম এক অভিযোগকে কেন্দ্র করে। সদ্য দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির প্রতিষ্ঠাতা অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, দিল্লি ভোটে দলবদলের অফার দিয়ে আপের ১৬ জন বিধায়ককে ১৫ কোটি টাকা ঘুষ হিসাবে প্রস্তাব দিয়েছিল বিজেপি। এই বিস্ফোরক দাবির পরই দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের প্রিন্সিপাল সচিব চিঠি লেখেন মুখ্যসচিবকে। একটি তদন্তের নির্দেশ দেওয়া হয় ঘুষের অভিযোগ ঘিরে। তারপরই সদ্য কেজরিওয়ালের বাড়িতে পৌঁছায় এসিবি।
অ্যান্টি করাপশন ব্যুরো (এসিবি)র একটি টিম সদ্য কেজরিওয়ালের বাড়িতে পৌঁছেছে বলে খবর। এর আগে, এসিবিকে দিয়ে এই ঘুষের অভিযোগের তদন্ত করার জন্য মুখ্যসচিবকে চিঠি লেখেন দিল্লির লেফ্টন্যান্ট গভর্নরের প্রিন্সিপাল সচিব। তারপরই দেখা যায় এসিবির টিম পৌঁছায় কেজরিওয়ালের বাড়িতে। এদিকে, দিল্লি ভোটের ফলাফল গণনা শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। তারই মধ্যে এই ঘুষকাণ্ডের অভিযোগ ঘিরে সরগরম হয় দিল্লির রাজনীতি।