আধার কর্তৃপক্ষের কাছে আপনার মোবাইল নম্বর নথিভুক্ত নেই? কিন্তু এটিএম বা ডেবিট কার্ডের আকারের আধার কার্ড করতে চান? এবার সেই সমস্যার সমাধান করল আধার কর্তৃপক্ষ। জানানো হল, মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলেও আধার পিভিসি (পলিভিনাইল ক্লোরাইড) কার্ড করা যাবে।
আধার পিভিসি কার্ডে অত্যাধুনিক সুরক্ষা ব্যবস্থা আছে। ছবি, জনসংখ্যার বিবরণ, হলোগ্রাম, কিউআর কোড, আধার লোগো থাকবে। এটিএম বা ডেবিট কার্ডের মতো পকেটেই রাখা যাবে সেই আধার কার্ড। যা সহজেই বহন করা যাবে। সেই কার্ড অনলাইনে আবেদনের জন্য ৫০ টাকা লাগবে।
ইউআইডিএআইয়ের তরফে টুইটবার্তায় বলা হয়েছে, ‘আধারের সঙ্গে আপনার মোবাইল নম্বর নথিভুক্ত করা নেই? কোনও চিন্তা করবেন না। আপনি এখন আধার পিভিসি তৈরির ক্ষেত্রে ওটিপির জন্য যে কোনও মোবাইল নম্বর ব্যবহার করতে পারবেন।’
কীভাবে মোবাইল নম্বর নথিভুক্ত না থাকলে আধার পিভিসি কার্ড পাবেন?
১) -এর অফিসিয়াল ওয়েবসাইটে যান।
২) 'My Aadhaar section'-এ গিয়ে 'Order Aadhaar PVC Card' ক্লিক করুন।
৩) এবার ১২ ডিজিটের আধার নম্বর বা ‘এনরোলমেন্ট আইডি’ (ইআইডি) দিন।
৪) ছবিতে যে ‘সিকিউরিটি কোড’ বা ‘ক্যাপচা’ লিখুন এবং 'My mobile number is not registered'-এ ক্লিক করুন।
৫) যে মোবাইল নম্বরে OTP পেতে চান, তা লিখুন।
৬) OTP লিখে তা ‘submit’ করুন। তারপর ‘T&C checkbox’-এ টিক মারুন এবং ‘Submit’ করুন।
৭) স্ক্রিনে পিভিসি কার্ডের প্রিভিউ দেখতে পারেন।
৮) তা দেখে নিয়ে নীচে ‘পেমেন্ট’-এ (payment) ক্লিক করুন। তারপর টাকা দেওয়ার সাইটে চলে যাবেন। সেখানে টাকা দিন।
৯) টাকা জমা দেওয়ার পরই আপনার আধার পিভিসি কার্ডের অর্ডার হয়ে যাবে।
১০) স্পিড পোস্টের মাধ্যমে সেই কার্ড পাবেন।