দুজনকে বাঁচানো গেলেও হরিশকে বাঁচানো যায়নি। জলে ডুবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তাঁর ১৩ বছর বয়সি মেয়ে এখন নিখোঁজ। তার খোঁজ চলছে। উল্লেখ্য, ডাঃ প্রবীণ মুন্ডা, হরিশ, ডাঃ ডিজে বোরা, ভিজিল্যান্স বিভাগের সুনীল কুমার এবং পিকে ভান্ডারি ওরফে প্রবীণ কুমার এদিন সপরিবারে পিকনিকে গিয়েছিলেন।
Ad
মধ্যপ্রদেশে মেয়েকে বাঁচতে গিয়ে নদীতে তলিয়ে গেলেন চিকিৎসক, নিখোঁজ কিশোরী
মর্মান্তিক দুর্ঘটনা। সপরিবারে পিকনিকে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক চিকিৎসক এবং তাঁর মেয়ে। চিকিৎসকের দেহ উদ্ধার হলেও তাঁর ১৩ বছর বয়সি মেয়েটি এখনও নিখোঁজ রয়েছে। তার খোঁজে অভিযানে নেমেছে উদ্ধারকারী দল। মৃত চিকিৎসকের নাম ডাঃ হরিশ সিং। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলিতে। জেলা সদর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে গোপদ নদীর দেউরদা ঘাটে পিকনিক করতে গিয়েছিল ওই চিকিৎসকের পরিবার। সেখানেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
জানা গিয়েছে , হরিশ নর্দার্ন কোলফিল্ডস লিমিটেডের (এনসিএল) চিকিৎসক ছিলেন। পাঁচটি পরিবারের প্রায় ১৫ জন সদস্য মিলে সেখানে পিকনিক করতে গিয়েছিল। রবিবার বিকেলে নদীতে সাঁতার কাটতে গিয়ে গভীর জলের মধ্যে চলে যায় চিকিৎসকের মেয়ে। আর তারপরেই তলিয়ে যেতে থাকে ১৩ বছর বয়সি মেয়েটি। তা দেখার পর তিন চিকিৎসক তাকে বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু, তাঁরাও ডুবে যেতে থাকেন। তখন স্থানীয় লোকজন এসে তিন চিকিৎসককে উদ্ধার করে। তবে দুজনকে বাঁচানো গেলেও হরিশকে বাঁচানো যায়নি। জলে ডুবে ততক্ষণে তাঁর মৃত্যু হয়। তাঁর ১৩ বছর বয়সি মেয়ে এখন নিখোঁজ। তার খোঁজ চলছে। উল্লেখ্য, ডাঃ প্রবীণ মুন্ডা, হরিশ, ডাঃ ডিজে বোরা, ভিজিল্যান্স বিভাগের সুনীল কুমার এবং পিকে ভান্ডারি ওরফে প্রবীণ কুমার এদিন সপরিবারে পিকনিকে গিয়েছিলেন।